জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগার কর্তৃপক্ষকে আজ (০৫-১০-১৬) বুধবার সকাল ১১টায় ৪৮ ঘন্টারআল্টিমেটাম দিয়েছে বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা ।
সাধারণ শিক্ষার্থীরা ছয়দফা দাবি কাগজে লিখে কেন্দ্রীয় গ্রন্থাগারের প্রধান ফটকের সামনে এবং বিভিন্ন ভবনের দেয়ালে টানিয়ে রাখে । তাদের দাবিগুলো হলো-গ্রন্থাগারে ২৪ ঘন্টা বিদ্যুতের ব্যবস্থা,ফটোকপি মেশিন চালু রাখা,রাত আটটার সময় ক্যাম্পাস থেকে ময়মনসিংহে অবস্থানরত শিক্ষার্থীদের বাসের ব্যবস্থা করা, গ্রন্থাগারে বিশুদ্ধ পানির ব্যবস্থা,জেনারেটরের ব্যবস্থা, গ্রন্থাগার সকাল নয়টা থেকে রাত আটটা পর্যন্ত খোলা রাখতে হবে।
ছাত্রছাত্রীদের দাবির বিষয়ে উপগ্রন্থাগারিক মো. আজিজুর রহমান কে জিজ্ঞাসা করা হলে তিনি বলেন, শিক্ষার্থীদের দাবিগুলো যৌক্তিক এবং এগুলো দ্রুত সমাধানের চেষ্টা করছি ।
এ বিষয়ে সাধারণ শিক্ষার্থীদের জিজ্ঞাসা করা হলে নাম প্রকাশ না করার শর্তে একাধিক শিক্ষার্থী বলেন,কেন্দ্রীয় গ্রন্থাগার কর্তৃপক্ষকে একাধিকবার দাবিগুলো জানানো হয়েছে কিন্তু তাঁরা অনেকবার আমাদেরকে আশ্বস্ত করলেও কোন সমস্যার সমাধান এখন পর্যন্ত দিতে পারেননি।
সানবিডি/ঢাকা/আজিজার/এসএস