অনেকদিন ধরেই গুজব চলছিল বাজারে আসছে নোকিয়ার অ্যান্ড্রয়েড ফোন৷ নতুন খবর অনুযায়ী টেকদুনিয়ায় ফাঁস হওয়া নোকিয়া অ্যান্ড্রয়েড এই বছরের শেষেই লঞ্চ হবে৷ Nokia C1 বা Nokia D1C নামেই বাজারে আসবে এই ফোন৷
কিন্তু ফাঁস হওয়া ফিচারসের সঙ্গে খানিক পার্থক্য রয়েছে নতুন এই ফোনের সিস্টেম ইনফরমেশনে৷
ফিচারস সংক্রান্ত যেসব তথ্য ফাঁস হয়েছিল তাঁর মধ্যে অন্যতম ছিল Snapdragon প্রসেসর ও বাজারে সদ্য জনপ্রিয় হওয়া অপারেটিং সিস্টেম Android7.0 Nougat৷ এই তথ্যের উপর ভিত্তি করেই বাজারে শোরগোল পড়েছিল৷ কিন্তু সম্প্রতি সংস্থার পক্ষ থেকে যে ফোনটির কথা জানানো হয়েছে তার সিস্টেম ইনফরমেশনে রয়েছে Qualcomm octa-core প্রসেসর৷ যার ফলে টেকদুনিয়ায় উত্তেজনায় ভাটা পড়বে বলেই মত টেকবিশেষজ্ঞদের৷ কিন্তু এছাড়াও Adreno 505GPU এবং 3GB RAM থাকছে এই ফোনে৷
ক্রেতারা অনেকেই ফোনটিকে নোকিয়ার অন্যতম শ্রেষ্ঠ ফোনের তকমা দিয়ে দিয়েছিলেন লঞ্চ হওয়ার আগেই৷ কিন্তু শেষ পর্যন্ত কতটা জনপ্রিয় হবে এই ফোন তা জানা যাবে ফোনটির অফিসিয়াল লঞ্চের পর৷
সানবিডি/ঢাকা/এসএস