বাগেরহাটের সন্তান লিটন শিকদার। একাধারে ব্যবসায়ী, কবি, গীতিকার ও সমাজসেবক। হিন্দু ধর্মাবলম্বীদের সবচেয়ে বৃহৎ ধর্মীয় উৎসব শারদীয়া দুর্গাপূজা উপলক্ষে ‘বলছি তোমায় মন থেকে’ নামে তার লেখা গানের একক এ্যালবাম বাজারে আসছে। এ প্রসঙ্গে লিটন শিকদার বলেন, আমি গত ছয় মাস ধরে গান লিখছি।
এ পর্যন্ত ৫০টির অধিক গান লিখেছি। এর মধ্যে ১০টি গান নিয়ে ‘বলছি তোমায় মন থেকে’ নামে একটি এ্যালবাম এবারের পূজা উপলক্ষে বাজারে আসছে। দেবু রায়ের গাওয়া এ্যালবামের সব গানের মিউজিক ভিডিও নির্মাণ করছেন এম আর মিজান। এতে আমাদের দেশের নাটক ও চলচ্চিত্র জগতের স্বনামধন্য মানুষরা কাজ করছেন বলে জানান তিনি। সমাজসেবক লিটন শিকদার একজন কবিও।
এ প্রসঙ্গে তিনি বলেন, নিজের ভাললাগা থেকেই কবিতা লিখি। এ পর্যন্ত দুই শতাধিক কবিতা লিখেছি, এক হাজারটি কবিতা লেখা হয়ে গেলে বই বের করার ইচ্ছে আছে। এদিকে তার নিজ এলাকা বাগেরহাটে ব্যক্তিগত উদ্যোগে দুর্গাপূজার আয়োজন করেন তিনি।
এ প্রসঙ্গে তিনি বলেন, আমি আমার সাধ্যমতো সর্বাধিক দেব-দেবীর প্রতিমা নির্মাণ করে পূজা অর্চনার আয়োজন করি। তাছাড়া আমাদের কিছু কালেকশনের প্রদর্শনী এবং হিন্দু ধর্মের মানুষ যাতে আরও বেশি দেব-দেবীর বিষয়ে অবগত হতে পারে সে জন্যই এ আয়োজন। এটা সংখ্যার দিক থেকে বিশ্বের সর্বশ্রেষ্ঠ আয়োজন বলে মনে করি। এবার আমরা সত্য, দ্বাপর, ত্রেতা ও কলি এই চার যুগের ৬০১টি দেব-দেবীর প্রতিমা নির্মাণ করেছি।
এছাড়া মন্দিরের পাশে পুকুরের মাঝখানে ৪০ ফুট উঁচু প্রতিমাটি কৈলাশ পর্বতের অংশবিশেষ স্থাপন করেছি, যার সবার উপরে রয়েছে মহাদেব এবং নিচে রামচন্দ্র, লক্ষণ, সীতা ও হনুমান। আমি আশা করি এ আয়োজন ভক্তদের কাছে বিশেষভাবে আকর্ষিত হবে।
তিনি বলেন, আমাদের এ আয়োজন সরাসরি মনিটর করছেন স্বরাষ্ট্রমন্ত্রী। এছাড়া স্থানীয় পুলিশ প্রশাসন, র্যাব, বাগেরহাট পুলিশ সুপার, ব্যাপকসংখ্যক আনসার নিরাপত্তার দায়িত্বে রয়েছেন। পাশাপাশি স্থানীয়ভাবে দুই শতাধিক ভলান্টিয়ার এ আয়োজনের নিরপত্তায় সর্বদা সজাগ রয়েছেন। শতাধিক সিসি ক্যামেরায় সার্বিক আয়োজন মনিটর করা হচ্ছে। সব মিলে এলাকাজুড়ে নি:ছিদ্র নিরাপত্তা ব্যবস্থা বলবত রাখা হয়েছে।
এতবড় আয়োজনে প্রেরণা পেয়েছেন তার বাবা-মা, তারপর সহধর্মিণী পূজা শিকদার, ভাই অসীম শিকদার, শিশির শিকদারের কাছে। তাদের অক্লান্ত পরিশ্রমের কারণে এ আয়োজন সুসম্পন্ন হতে চলেছে। পাশাপাশি মন্দিরের স্থানীয় ভক্তরাও বেশ সহযোগিতা করছেন বলে জানান তিনি। জানা গেছে, সংখ্যার দিক থেকে বিশ্বের বৃহৎ দুর্গাপূজার আয়োজন হয় খুলনার বাগেরহাটের হাকিমপুরের শিকদার বাড়ি মন্দিরে।
সানবিডি/ঢাকা/এসএস