পবিত্র আশুরা উপলক্ষে তাজিয়া মিছিল ঘিরে এবার তিন স্তরের নিরাপত্তা থাকবে বলে জানিয়েছেন ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) কমিশনার আছাদুজ্জামান মিয়া।
বৃহস্পতিবার (০৬ অক্টোবর) দুপুর পৌনে ১২টায় হোসনি দালানের নিরাপত্তা ব্যবস্থা পরিদর্শনে এসে এসব কথা বলেন তিনি।
আছাদুজ্জামান মিয়া বলেন, মহরমের তাজিয়া মিছিল উপলক্ষে হোসনি দালানের ইমাম বাড়াসহ যেসব স্থান থেকে তাজিয়া মিছিল বের হবে সেগুলোর জন্য সুদৃঢ়, নিরবচ্ছিন্ন নিরাপত্তা ব্যবস্থা নেয়া হয়েছে।
সানবিডি/ঢাকা/এসএস