অমিতাভ রেজার প্রথম চলচ্চিত্র ‘আয়নাবাজি’র ভেলকি চলছেই। ছোট পর্দার নির্মাতারা ব্যবসা সফল ছবি বানাতে পারেন না এই ধারণাকে অনেক আগেই বদলে দিয়েছিলেন হুমায়ূন আহমেদ, গিয়াসউদ্দিন সেলিমরা। নতুন করে সেই বদলে দেয়ার দেয়ালে সোনালি পেরেক টুকলেন অমিতাভ।
‘আয়না’ চরিত্রে চঞ্চল চৌধুরীতে মুগ্ধ সারা দেশের দর্শক। প্রথম কিস্তিতে অল্প সংখ্যক সিনেমা হলে ছবিটি মুক্তি পেলেও নতুন সপ্তাহে হল দখলের চমক নিয়ে আসছে ‘আয়নাবাজি’। শোনা যাচ্ছে, আগামীকাল শুক্রবার (৭ অক্টোবর) থেকে সারাদেশের প্রায় ৫০টিরও বেশি হলে ছবিটি মুক্তি পেতে যাচ্ছে।
তার মধ্যে যমুনা ব্লকবাস্টার সিনেমাসে ছবিটি দ্বিতীয় সপ্তাহেও প্রদর্শিত হবে বলে নিশ্চিত করেছেন হলটির ব্যবস্থাপক মাসুদ পারভেজ। তিনি জাগো নিউজকে বলেন, ‘যমুনা ব্লকবাস্টারে ব্যবসায়িক সাফল্যে বাজিমাত করেছে আয়নাবাজি। প্রথম শো থেকেই প্রতিটি শো ফুল হাউজ চলেছে। সেই থেকে অনুপ্রাণীত হয়ে কর্তৃপক্ষ ছবিটি দ্বিতীয় সপ্তাহেও প্রদর্শন করার সিদ্ধান্ত নিয়েছে।’
তিনি আরো বলেন, ‘দিনে পাঁচটি করে শো চলেছে ‘আয়নাবাজি’র। তবুও প্রতিদিন অসংখ্য দর্শক টিকিট না পেয়ে মন খারাপ ফিরে যাচ্ছেন। তাই নতুন সপ্তাহ থেকে ৬টি করে শো চলবে। ৭টিও হতে পারে। আশা করছি, নতুন সপ্তাহে ফুল হাউজ থাকবে ছবিটি।’
এদিকে ছবির এমন সাফল্যে উচ্ছ্বসিত নির্মাতা অমিতাভ রেজা। তিনি বলেন, ‘আয়নাবাজির টিমকে অভিনন্দন। দর্শকদের প্রতি কৃতজ্ঞতা। তাদেরকে আমি বিশেষ করে ধন্যবাদ দিতে চাই। কারণ, দর্শক নিজে ছবিটি দেখছেন এবং কাছের মানুষদেরও উৎসাহিত করছেন। আর যমুনা ব্লকবাস্টার শুনেছি নতুন সপ্তাহেও ছবিটি প্রদর্শন করবে। সেখানে শো’র সংখ্যাও বাড়ানো হচ্ছে। আমার এবং আয়নাবিজর জন্য এটা আনন্দের খবর বটে। যমুনা ছাড়াও স্টার সিনেপ্লেক্স, বলাকাসহ আরো বেশ কিছু হলে ছবিটি দ্বিতীয় সপ্তোহেও চলবে।’
প্রসঙ্গত, ‘আয়নাবাজি’তে চঞ্চল চৌধুরীর বিপরীতে আছেন নাবিলা। এছাড়াও অভিনয় করেছেন পার্থ বড়ুয়া, লুৎফর রহমান জর্জ, গাউসুল আলম শাওন, হীরা চৌধুরী প্রমুখ।
কনটেন্ট ম্যাটার লিমিটেড প্রযোজিত এবং হাফ স্টপ ডাউন লিমিটেড নিবেদিত ছবিটির নির্বাহী প্রযোজক এশা ইউসুফ।