সোমবার, ৯ ডিসেম্বর ২০২৪
ঘূর্ণিঝড়: হাইতিতে নিহতের সংখ্যা ৮০০ ছাড়িয়েছে
প্রকাশিত - অক্টোবর ৮, ২০১৬ ১০:৩১ এএম
ক্যারিবীয় উপকূলে শক্তিশালী ঘূর্ণিঝড় ম্যাথিউয়ের আঘাতে হাইতিতে নিহেতের সংখ্যা ৮০০ ছাড়িয়েছে। শনিবার বিবিসির প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।
প্রতিবেদনে বলা হয়েছে, ঝড়ে দেশটিতে ক্ষয়ক্ষতির পুরো চিত্র পেতে আরো কয়েক দিন লেগে যেতে পারে বলে জানিয়েছে জাতিসংঘ। ঝড়ের কারণে সৃষ্ট বন্যায় প্লাবিত কিছু প্রত্যন্ত এলাকার যোগাযোগ ব্যবস্থা ভেঙে পড়ায় ক্ষয়ক্ষতির প্রকৃত হিসাব পেতে সময় লাগছে।
বর্তমানে ঘূর্ণিঝড়টি শক্তি হারিয়ে ক্যাটাগরি-টু হারিকেনে পরিণত হয়ে যুক্তরাষ্ট্রের ফ্লোরিডার উপকূল দিয়ে বয়ে যাচ্ছে। সেখানে দুই জনের মৃত্যুর খবর পাওয়া গেছে।
ঘণ্টায় ২৩০ কিলোমিটার ঝড়ো হাওয়া নিয়ে গত মঙ্গলবার থেকে কিউবা ও হাইতি অতিক্রম করতে শুরু করে ম্যাথিউ। জাতিসংঘ বলছে, বিশ্বের অন্যতম দরিদ্র এই দেশে এই মুহূর্তে সাড়ে তিন লাখ মানুষের জরুরি সহায়তা প্রয়োজন।
দেশটির দক্ষিণাঞ্চলের অন্যতম প্রধান শহর জেরেমির ৮০ শতাংশ ধ্বংস হয়েছে। আকাশ থেকে নেয়া সেখানকার ভিডিও ফুটেজে ঝড়ে ধ্বংস হয়ে যাওয়া শত শত বাড়িঘর দেখা গেছে। চিকিৎসাকেন্দ্র এবং খাবারের গুদাম মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে।
ক্ষতিগ্রস্ত ৫০ হাজার মানুষকে চিকিৎসা, আশ্রয়, পানি ও স্যানিটেশন সহায়তা দিতে জরুরি আবেদন জানিয়েছে রেডক্রস। ঐসব এলাকায় কলেরা রোগীর সংখ্যা বাড়তে থাকায় মহামারি আকারে তা ছড়িয়ে পড়ার আশঙ্কার মধ্যে এই আবেদন জানিয়েছে সংস্থাটি।
ম্যাথিউয়ের তাণ্ডবে সাগর থেকে উঠে আসা পানিতে আবাসিক এলাকাগুলো ডুবে গেছে। স্থগিত করা হয়েছে রবিবার অনুষ্ঠিতব্য হাইতির বহু প্রতীক্ষিত প্রেসিডেন্ট নির্বাচন। খবর: বিবিসি।
Copyright © 2024 Sunbd24 - Latest News Update About DSE, CSE Stock market.. All rights reserved.