আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরে মঈন আলী
স্পোর্টস ডেস্ক প্রকাশ: ২০২৪-০৯-০৮ ১১:১৮:৫৮

অনেকদিন ধরেই ইংল্যান্ডের জার্সিতে নেই মঈন আলী। এমনকি সামনেও তার দলে সুযোগ পাওয়ার সম্ভাবনা নেই বলেও জানিয়ে দেওয়া হয়েছে। সব মিলিয়ে আন্তর্জাতিক ক্রিকেটকেই বিদায় বলে দিয়েছেন ইংলিশ অলরাউন্ডার। জাতীয় দলের জার্সিতে আর দেখা যাবে না তাকে। এক বিবৃতিতে এমনটা নিশ্চিত করেছেন মঈন।
কয়েকদিন আগেই অস্ট্রেলিয়ার বিপক্ষে ওয়ানডে এবং টি-টোয়েন্টি সিরিজের দল ঘোষণা করেছে ইংল্যান্ড ও ওয়েলস ক্রিকেট বোর্ড (ইসিবি) এই দলে জায়গা পাননি মঈন। ইসিবির পক্ষ থেকেই মঈনকে অবসরের ইঙ্গিত দেয়া হয়েছে। তাই আর দেরি করেননি এই অলরাউন্ডার।
ইংলিশ দৈনিক ডেইলি মেইলকে মঈন বলেছেন, ‘আমার বয়স ৩৭। এই মাসে অস্ট্রেলিয়া সফরের দলে জায়গা পাইনি। ইংল্যান্ডের হয়ে আমি অনেক ম্যাচ খেলেছি। এবার পরের প্রজন্মের সময়। সেটাও আমাকে ইতোমধ্যেই বুঝিয়ে বলা হয়েছে। আমারও মনে হয়েছে এটা সঠিক সময়। আমি আমার কাজ শেষ করেছি।’
এমজি







সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন












