পুঁজিবাজারে তালিকাভুক্ত নর্দার্ণ জেনারেল ইন্স্যুরেন্স কোম্পানির তৃতীয় প্রান্তিকে শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ১ টাকা ৯৪ পয়সা; যা আগের বছরের তুলনায় ১২ দশমিক ৭৯ শতাংশ বেশি। আগের বছর একই সময়ে ইপিএস ছিল ১ টাকা ৭২ পয়সা।
কোম্পানিটির তৃতীয় প্রান্তিক (জুলাই,১৬-সেপ্টেম্বর,১৬) পর্যন্ত সময়ে অনিরিক্ষীত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করলে এই তথ্য বেরিয়ে আসে।
আলোচিত সময়ে কোম্পানির শেয়ার প্রতি সম্পদ মূল্য (এনএভি) হয়েছে ২০ টাকা ৩৯ পয়সা। যা এর আগের বছর একই সময়ে ছিল ১৮ টাকা ৫২ পয়সা।