সৌদি আরবে এক সপ্তাহে ২২ হাজার প্রবাসী গ্রেপ্তার
আন্তর্জাতিক ডেস্ক প্রকাশ: ২০২৪-০৯-০৯ ২১:০৯:২০

সৌদি আরবে গত সপ্তাহে অভিযান চালিয়ে ২২ হাজার ২১ জন অবৈধ প্রবাসীকে গ্রেপ্তার করা হয়েছে। গত ২৯ আগস্ট থেকে ৪ সেপ্টেম্বরের মধ্যে নিরাপত্তা বাহিনী ও সংশ্লিষ্ট সরকারি সংস্থার যৌথ অভিযানে তাদের গ্রেপ্তার করা হয়েছে। শনিবার (৭ সেপ্টেম্বর) দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় এই তথ্য জানিয়েছে। খবর গালফ ইনসাইডারের।
গ্রেপ্তার হওয়া ব্যক্তিদের মধ্যে ১৪ হাজার ৫০৮ জনকে আবাসন আইন লঙ্ঘন, ৪ হাজার ৫১১ জনকে সীমান্ত সুরক্ষা আইন লঙ্ঘন এবং ৩ হাজার ২ জনকে শ্রম আইন লঙ্ঘনের অভিযোগে গ্রেপ্তার করা হয়েছে।
সৌদি আবরবে অবৈধভাবে অনুপ্রবেশের চেষ্টা করার সময় ৯৯৮ জনকে গ্রেপ্তার করা হয়। তাদের মধ্যে ৩৯ শতাংশ ইয়েমেনি, ৬০ শতাংশ ইথিওপিয়ান এবং বাকি ১ শতাংশ অন্যান্য দেশের নাগরিক। এ ছাড়া সৌদি আরব থেকে অবৈধভাবে বেরোনোর চেষ্টা করার সময় ৪১ জনকে গ্রেপ্তার করা হয়েছে।
বর্তমানে ১৫ হাজার ১০৮ জন প্রবাসী বিভিন্ন পর্যায়ের আইনগত প্রক্রিয়ার মধ্যে রয়েছেন। তাদের মধ্যে ১৩ হাজার ৯৯৬ জন পুরুষ এবং ১ হাজার ১১২ জন নারী রয়েছেন।
এ ছাড়া ভ্রমণ নথি সংগ্রহ করতে ৫ হাজার ৯১৭ জন প্রবাসীকে নিজ নিজ কূটনৈতিক মিশনে পাঠানো হয়েছে। ২ হাজার ২৪৯ জনের ভ্রমণ সংক্রান্ত কার্যক্রম সম্পন্ন করা হচ্ছে এবং ১১ হাজার ২৪২ জনকে দেশে ফেরত পাঠানো হয়েছে।
মধ্যপ্রাচ্যের অন্যতম প্রভাবশালী ও ধনী দেশ সৌদির মোট জনসংখ্যা ৩ কোটি ২২ লাখ। তবে দেশটিতে বহু প্রবাসী বসবাস করেন। সম্প্রতি অবৈধ প্রবাসী ঠেকাতে বড় ধরনের ধরপাকড় অভিযান শুরু করেছে দেশটি। এই অভিযানের আওতায় সারা দেশ থেকে অবৈধ প্রবাসীদের গ্রেপ্তার করে সৌদি পুলিশ।
এমজি







সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন













