দিনাজপুরের বড়পুকুরিয়া কয়লাভিত্তিক তাপবিদ্যুৎ কেন্দ্র যান্ত্রিক ত্রুটির কারণে পুরোপুরি বন্ধ হয়ে গেছে। সোমবার (৯ সেপ্টেম্বর) সন্ধ্যা সাড়ে ৬টায় বিদ্যুৎ কেন্দ্রের তিনটি ইউনিটই বন্ধ হয়ে যাওয়ার পর কেন্দ্রটির উৎপাদন বন্ধ হয়ে যায়। বিষয়টি নিশ্চিত করেছেন বিদ্যুৎ কেন্দ্রের প্রধান প্রকৌশলী আবু বক্কর সিদ্দিক।
বড়পুকুরিয়া তাপ বিদ্যুৎ কেন্দ্রের তথ্য মতে, ২০০৬ সালে স্থাপিত কেন্দ্রটির মোট উৎপাদন ক্ষমতা ৫২৫ মেগাওয়াট বিদ্যুৎ। পাশের বড়পুকুরিয়া কয়লা খনি থেকে কয়লা সরবরাহ করা হয়। বিদ্যুৎ কেন্দ্রটির তিনটি ইউনিটের মধ্যে প্রথম দুটি ইউনিট ১২৫ মেগাওয়াট করে ২০০৬ সাল থেকে বিদ্যুৎ উৎপাদন করছে। পরে ২০১৭ সালে ২৭৫ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন ক্ষমতাসম্পন্ন তৃতীয় ইউনিটটি চালু হয়।
চার বছর আগে চায়নার হারবিন ইন্টারন্যাশনাল ঠিকাদারি প্রতিষ্ঠানের সঙ্গে বিদ্যুৎ কেন্দ্রটি পরিচালনা ও রক্ষণাবেক্ষণে বাংলাদেশি প্রকৌশলীদের প্রশিক্ষণের জন্য পাঁচ বছরের একটি চুক্তি হয়। কিন্তু প্রতিষ্ঠানটি চুক্তি অনুযায়ী সঠিক সময়ে মেরামত কাজ শেষ করতে পারেনি, যার ফলে বিদ্যুৎ কেন্দ্রটির উৎপাদন বারবার ব্যাহত হচ্ছে।
প্রধান প্রকৌশলী আবু বক্কর সিদ্দিক জানান, দ্বিতীয় ইউনিটটি ২০২০ সাল থেকে ওভারহোলিং কাজের জন্য বন্ধ রয়েছে এবং প্রথম ইউনিটটি যান্ত্রিক ত্রুটির কারণে গত সেপ্টেম্বর থেকে বন্ধ। চায়না প্রতিষ্ঠানটি এক সপ্তাহের মধ্যে প্রথম ইউনিটটি চালু করার প্রতিশ্রুতি দিয়েছে। তৃতীয় ইউনিটটিও ৬ সেপ্টেম্বর চালু হওয়ার পর গতকাল আবার বন্ধ হয়ে যায়।
তিনি আরো জানান, চায়না থেকে যন্ত্রাংশ আনার কাজ চলছে এবং দুই সপ্তাহের মধ্যে তৃতীয় ইউনিটটি চালু হবে বলে আশা করা হচ্ছে।
এম জি