দর পতনের শীর্ষে প্রাইম টেক্সটাইল

পুঁজিবাজার ডেস্ক প্রকাশ: ২০২৪-০৯-১১ ১৬:০৫:৩৭


সপ্তাহের চতুর্থ কার্যদিবস বুধবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) শেয়ার দর পতনের শীর্ষে উঠে এসেছে প্রাইম টেক্সটাইল স্পিনিং মিলস লিমিটেড।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, কোম্পানির শেয়ার দর আগের দিনের চেয়ে ৮ দশমিক ০৭ শতাংশ কমেছে। কোম্পানিটি ২৮৯ বারে ১ লাখ ৮৬ হাজার ১৯৯ টি শেয়ার লেনদেন করে। যার বাজার মূল্য ২৭ লাখ টাকা।

তালিকায় দ্বিতীয় স্থানে আইসিবি এএমসিএল সেকেন্ড মিউচুয়াল ফান্ডের ইউনিট দর আগের দিনের চেয়ে ৫ দশমিক ৭১ শতাংশ কমেছে। ফান্ডটি ৫২ বারে ১ লাখ ৩৯ হাজার ২৫ টি ইউনিট লেনদেন করে। যার বাজার মূল্য ৯ লাখ টাকা।

তালিকায় তৃতীয় স্থানে থাকা ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্সের শেয়ার দর আগের দিনের চেয়ে ৫ দশমিক ৬১ শতাংশ কমেছে। কোম্পানিটি ৪১২ বারে ৬২ হাজার ৭২০ টি শেয়ার লেনদেন করে। যার বাজার মূল্য ৮৭ লাখ টাকা।

তালিকায় থাকা অন্যান্য কোম্পানির মধ্যে –  ফাস ফাইন্যান্সের ৪.৭৬ শতাংশ, হামি ইন্ডাস্ট্রিজের ৪.৭১ শতাংশ, বাংলাদেশ ল্যাম্পসের ৪.৪২ শতাংশ, ইবনে সিনা ফার্মার ৪.২৪ শতাংশ, তমিজউদ্দিন টেক্সটাইলের ৪.১৯ শতাংশ, লিব্রা ইনফিউশনের ৪.১৬ শতাংশ এবং বাংলাদেশ ইন্ডাস্ট্রায়াল ফাইন্যান্স কোম্পানি লিমিটেডের ৩.৯৪ শতাংশ দর কমেছে।

 

এসকেএস