দেশের দুই স্টক এক্সচেঞ্জে রোববার মূল্য সূচকের পতনে লেনদেন শেষ হয়েছে। আজ ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনে অংশ নেওয়া ৬২ শতাংশ কোম্পানির দরপতন হয়েছে। এদিন দুই বাজারেই আগের দিনের চেয়ে লেনদেন বেড়েছে।
বাজার বিশ্লেষণে দেখা যায়, রোববার ডিএসইতে ৫৫৯ কোটি ২৯ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে; যা আগের দিনের তুলনায় ৭০ কোটি ৩৮ লাখ টাকা বেশি লেনদেন। গতকাল ডিএসইতে ৪৮৮ কোটি ৯১ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছিল।
আজ ডিএসইতে মোট লেনদেনে অংশ নেয় ৩২৪টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের শেয়ার। এর মধ্যে দর বেড়েছে ৮৩টির, কমেছে ২০২টির এবং অপরিবর্তিত রয়েছে ৩৯টির শেয়ার দর।
এদিকে ডিএসইএক্স বা প্রধান মূল্য সূচক ২৫ পয়েন্ট কমে অবস্থান করছে ৪ হাজার ৬৯৮ পয়েন্টে। ডিএসইএস বা শরীয়াহ সূচক ৮ পয়েন্ট কমে দাঁড়িয়েছে এক হাজার ১২২ পয়েন্টে। আর ডিএস৩০ সূচক ২২ পয়েন্ট কমে অবস্থান করছে এক হাজার ৭৬২ পয়েন্টে।
অন্যদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও (সিএসই) সূচকের পতনে লেনদেন শেষ হয়েছে। আজ সিএসইতে ৪৪ কোটি টাকার শেয়ার লেনদেন হয়েছে।
সিএসই সার্বিক সূচক সিএএসপিআই ৭৫ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১৪ হাজার ৪৩৮ পয়েন্টে। সিএসইতে মোট লেনদেন হয়েছে ২৪০টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের শেয়ার। এর মধ্যে দর বেড়েছে ৬৭টির, কমেছে ১৫৫টির এবং অপরিবর্তিত রয়েছে ১৮টির।