বৃহস্পতিবার, ১২ ডিসেম্বর ২০২৪
বিএনপি-জামায়াত জঙ্গি তত্পরতার সাথে সম্পৃক্ত: হাছান মাহমুদ
প্রকাশিত - অক্টোবর ৯, ২০১৬ ৫:৩১ পিএম
বিএনপি-জামায়াত জঙ্গি তত্পরতার সাথে জড়িত বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক ড. হাছান মাহমুদ। তিনি বলেন, বিএনপি-জামায়াত এ দেশে আগুন সন্ত্রাসের মাধ্যমে নৈরাজ্য সৃষ্টি করতে চেয়েছিল। কিন্তু সেই তত্পরতায় ব্যর্থ হয়ে এখন তারা সম্পৃক্ত হচ্ছে জঙ্গিবাদে।
শনিবার বিকালে ধানমন্ডির আওয়ামী লীগ সভানেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনার রাজনৈতিক কার্যালয়ে প্রচার ও প্রকাশনা উপকমিটির সভা শেষে সাংবাদিকদের ব্রিফিংয়ে তিনি এ কথা বলেন। আগামী ২২ ও ২৩ অক্টোবর আওয়ামী লীগের ২০তম জাতীয় সম্মেলন উপলক্ষে এ সভা আয়োজন করেন।
হাছান মাহমুদ বলেন, শেখ হাসিনা জঙ্গি দমন করে পৃথিবীর ইতিহাসে উদারণ সৃষ্টি করেছেন। আজ থেকে ২ মাস আগে এ দেশে জঙ্গি তত্পরতা খুবই ভয়াবহ আকারে বেড়েছিলো। রাষ্ট্রনায়ক শেখ হাসিনা তার সুদৃঢ় নেতৃত্বের মাধ্যমে জঙ্গি দমন করতে পেরেছেন।
Copyright © 2024 Sunbd24 - Latest News Update About DSE, CSE Stock market.. All rights reserved.