সপ্তাহের শেষ কার্যদিবস বৃহস্পতিবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) শেয়ার দর পতনের শীর্ষে উঠে এসেছে কনফিডেন্স সিমেন্ট পিএলসি।
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, কোম্পানির শেয়ার দর আগের দিনের চেয়ে ৬ দশমিক ৮২ শতাংশ কমেছে। কোম্পানিটি ২ হাজার ৩৯৪ বারে ১০ লাখ ৩৬ হাজার ১৭৭ টি শেয়ার লেনদেন করে। যার বাজার মূল্য ৭ কোটি ৩০ লাখ টাকা।
তালিকায় দ্বিতীয় স্থানে থাকা ক্রিস্টাল ইন্স্যুরেন্সের শেয়ার দর আগের দিনের চেয়ে ৫ দশমিক ৮৩ শতাংশ কমেছে। কোম্পানিটি ৮৪৮ বারে ২ লাখ ২৬ হাজার ৩৩৩ টি শেয়ার লেনদেন করে। যার বাজার মূল্য ১ কোটি ৪১ লাখ টাকা।
তালিকায় তৃতীয় স্থানে থাকা উত্তরা ফাইন্যান্সের শেয়ার দর আগের দিনের চেয়ে ৪ দশমিক ৭৬ শতাংশ কমেছে। কোম্পানিটি ২৪ বারে ১৬ হাজার ৯৬০ টি শেয়ার লেনদেন করে। যার বাজার মূল্য ৩ লাখ টাকা।
তালিকায় থাকা অন্যান্য কোম্পানির মধ্যে–নিউলাইন ক্লোথিংস’র ৪.৫৮ শতাংশ, ইন্টারন্যাশনাল লিজিংয়ের ৪.৪৪ শতাংশ, প্রিমিয়ার লিজিংয়ের ৪.৩৪ শতাংশ, অলিম্পিক ইন্ডাস্ট্রিজের ৪.৩০ শতাংশ, ফনিক্স ফাইন্যান্সের ৩.৮৪ শতাংশ, সোনার বাংলা ইন্সুরেন্সের ৩.৭৪ শতাংশ এবং ইনটেকের ৩.৪১ শতাংশ দর কমেছে।
এসকেএস