রাজধানীর ভাষানটেক এলাকায় নিজ বাসার সামনে ভূমি রেকর্ড ও জরিপ কর্মকর্তা শহীদুল ইসলাম (৪০) গুলিবিদ্ধ হয়েছেন।
রোববার (৯ অক্টোবর) সকাল ৯টার দিকে কর্মস্থলে যাওয়ার পথে দুর্বৃত্তরা শহীদুল ইসলামকে গুলি করে পালিয়ে যায়।
আহত অবস্থায় তার ছেলে পিন্টু ও গাড়িচালক কবির হোসেন তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেন।
কবির হোসেন বাংলানিউজকে বলেন, সকালে বাসা থেকে বের হয়ে গাড়ি ঘোরানোর সময় মোটরসাইকেলে এসে এক দুর্বৃত্ত স্যারকে গুলি করে পালিয়ে যায়। গলায় গুলি লাগে। পরে স্যারের ছেলে ও আমি স্যারকে উদ্ধার করে ঢাকা মেডিকেলে নিয়ে যাই।
ঢামেক পুলিশ ক্যাম্পের উপ-পরিদর্শক (এসআই) বাচ্চু মিয়া বাংলানিউজকে জানান, সকালে ভূমি রেকর্ড ও জরিপ কর্মকর্তা শহীদুল ইসলামকে গুলিবিদ্ধ অবস্থায় ঢামেকে ভর্তি করা হয়েছে। তার চিকিৎসা চলছে।