ভিয়েতনামে সুপার টাইফুন ‘ইয়াগি’: প্রাণহানি বেড়ে ২২৬
আন্তর্জাতিক ডেস্ক প্রকাশ: ২০২৪-০৯-১৩ ১৩:৫৮:৩৩
ভিয়েতনামে সুপার টাইফুন ‘ইয়াগি’র তাণ্ডবে প্রাণহানি বেড়ে ২২৬ জনে দাঁড়িয়েছে। এখনও নিখোঁজ বহু মানুষ। এমনটা জানিয়েছে ব্রিটিশ ভিত্তিক গণমাধ্যম স্কাই নিউজ।
চলতি বছর এশিয়ার সবচেয়ে ভয়াবহ ও শক্তিশালী এই ঝড় গত শনিবার আঘাত হানে ভিয়েতনামের উত্তরাঞ্চলে। সুপার টাইফুনের প্রভাবে দেখা দিয়েছে ভয়াবহ বন্যা ও ভূমিধস। গেল দু’দশকের মধ্যে সবচেয়ে বেশি পানি বেড়েছে লোহিত নদীতে। যার প্রভাবে রাজধানীসহ শতাধিক এলাকা তলিয়ে গেছে।
কর্তৃপক্ষ জানিয়েছে, এখন পর্যন্ত ২ লাখ হেক্টরের বেশি ফসলি জমি ডুবে গেছে। ধসে পড়েছে ১০টি সেতু। বন্যায় বিপর্যস্ত প্রায় ১০ লাখ মানুষের জীবন। দেশটিকে সহায়তার ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্র, অস্ট্রেলিয়াসহ বিভিন্ন দেশ।
এম জি