স্কুল পূর্ববর্তী শিক্ষার ছায়ামন্ত্রী হলেন টিউলিপ সিদ্দিক
প্রকাশ: ২০১৬-১০-১০ ১২:৩৩:০৬

ব্রিটিশ স্কুল পূর্ববর্তী শিক্ষা বিভাগের ছায়ামন্ত্রী হিসেবে ঘোষণা করা হল বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নাতনী ও ব্রিটিশ এমপি টিউলিপ রিজওয়ানা সিদ্দিকের নাম। টিউলিপ তার ওয়েব সাইট থেকে জানায়, স্কুল পূর্ববর্তী শিক্ষা বিভাগের (আর্লি ইয়ার্স এডুকেশন) ছায়ামন্ত্রী হতে পেরে আমি গর্বিত।ব্রিটিশ সংসদ সদস্য অ্যাঞ্জেলো রাইনারের সঙ্গে একত্রে এই বিভাগ নিয়ে কাজ করবেন টিউলিপ।
উল্লেখ্য, ২০১৫ সালে ব্রিটিশ সংসদ সদস্যপদ লাভের পর থেকে দেশটির সরকারের বিভিন্ন এজেন্ডা বাস্তবায়নে কাজ করে যাচ্ছেন টিউলিপ সিদ্দিক। বর্তমানে এই দায়িত্ব পাওয়ার পর তার লক্ষ্য দেশটির প্রি-স্কুল শিশুদের সপ্তাহে কমপক্ষে ৩০ ঘণ্টা বিনামূল্যে ‘চাইল্ড কেয়ার’ সেবা প্রদান করা। টিউলিপ সিদ্দিক ডটকম।







সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন












