সাপ্তাহিক দর বৃদ্ধির শীর্ষে ন্যাশনাল টি
পুঁজিবাজার ডেস্ক প্রকাশ: ২০২৪-০৯-১৪ ১০:০৮:২৯
ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সাপ্তাহিক শেয়ার দর বৃদ্ধির শীর্ষে উঠে এসেছে ন্যাশনাল টি কোম্পানি লিমিটেড।
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, গত সপ্তাহে কোম্পানির দর বেড়েছে ৫২ দশমিক ০১ শতাংশ। শেয়ারটির সমাপনী মূল্য ছিল ৪৮৬.৯০ টাকা।
তালিকায় দ্বিতীয় স্থানে থাকা খান ব্রাদার্সের শেয়ার দর বেড়েছে ৩১ দশমিক ৬০ শতাংশ। শেয়ারটির সমাপনী মূল্য ছিল ১৬৬.৬০ টাকা।
তালিকায় তৃতীয় স্থানে নর্দান জুটের শেয়ার দর বেড়েছে ২৮ দশমিক ১১ শতাংশ। শেয়ারটির সমাপনী মূল্য ছিল ১৫৬.৩০ টাকা।
তালিকায় উঠে আসা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে–জুট স্পিনার্সের ২৪.৬৪ শতাংশ, ওরিয়ন ইনফিউশনের ২১.৭৮ শতাংশ, লিব্রা ইনফিউশনের ২১.২২৩ শতাংশ, বিকন ফার্মার ১৯.২৩ শতাংশ, মিরাকল ইন্ডাস্ট্রিজের ১৫.৮৬ শতাংশ, বেক্সিমকো গ্রীণ সুকুরের ১৫.১২ শতাংশ এবং বাংলাদেশ সাবমেরিন ক্যাবলের ১৫.০০ শতাংশ শেয়ার দর বেড়েছে।
এসকেএস