দর বৃদ্ধির শীর্ষে এসকে ট্রিমস

পুঁজিবাজার ডেস্ক প্রকাশ: ২০২৪-০৯-১৫ ১৫:১৭:৩৩


সপ্তাহের প্রথম কর্মদিবস রোববার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) শেয়ার দর বৃদ্ধির শীর্ষে উঠে এসেছে এসকে ট্রিমস এন্ড ইন্ডাস্ট্রিজ লিমিটেড।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, কোম্পানিটির শেয়ার দর বৃদ্ধি পেয়েছে ১০ শতাংশ। কোম্পানিটি ৯৯৯ বারে ১৬ লাখ ৮৩ হাজার ৫৭৪ টি শেয়ার লেনদেন করেছে। যার বাজার মূল্য ৩ কোটি ৯ লাখ টাকা।

তালিকায় ২য় স্থানে থাকা দেশ গার্মেন্টসের শেয়ার দর বৃদ্ধি পেয়েছে ৯ দশমিক ৯৪ শতাংশ। কোম্পানিটি ৪৯৪ বারে ১ লাখ ৩ হাজার ১০৪ টি শেয়ার লেনদেন করেছে। যার বাজার মূল্য ৫৯ লাখ টাকা।

তালিকার ৩য় স্থানে থাকা ওয়াইম্যাক্স ইলেকট্রোডসের শেয়ার দর বৃদ্ধি পেয়েছে ৯ দশমিক ৮৫ শতাংশ। কোম্পানিটি ১ হাজার ৭৫২ বারে ২০ লাখ ৪৭ হাজার ৪৯৩ টি শেয়ার লেনদেন করেছে। যার বাজার মূল্য ৪ কোটি ৬৫ লাখ টাকা।

তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে –সী পার্ল হোটেলের ৯.৮৫ শতাংশ, এমারেল্ড অয়েলের ৯.৫৮ শতাংশ, এইচআর টেক্সটাইলের ৯.৪৯ শতাংশ, সেন্ট্রাল ফার্মার ৮.৯৬ শতাংশ, ওরিয়ন ইনফিউশন ৮.৭৪ শতাংশ, সোনালী পেপারের ৭.৪৫ শতাংশ এবং কেডিএস এক্সেসরিজের ৭ শতাংশ দর বেড়েছে।

 

এসকেএস