শনিবার, ১৪ ডিসেম্বর ২০২৪
সীমান্ত ব্যাংকের প্রথম শাখা চালু
প্রকাশিত - অক্টোবর ১০, ২০১৬ ৬:৪৮ পিএম
রাজধানীর ধানমন্ডি পিলখানা সীমান্ত স্কয়ারে সীমান্ত ব্যাংকের প্রথম শাখার যাত্রা শুরু হয়েছে।
রবিবার বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) মহাপরিচালক ও সীমান্ত ব্যাংকের চেয়ারম্যান মেজর জেনারেল আজিজ আহমেদ,ব্যাংকটির প্রথম শাখার আনুষ্ঠানিক ব্যাংকিং কার্যক্রমের উদ্বোধন করেন। এ সময় ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা মুখলেসুর রহমানসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
ব্যাংকের চেয়ারম্যান তার বক্তব্যে বলেন, 'এই ব্যাংক বিজিবির সকল বর্তমান ও অবসরপ্রাপ্ত সদস্যসহ দেশের আপামর জনসাধারণের অর্থনৈতিক কল্যাণে কাজ করবে।'
তিনি আশা করেন, সীমান্ত ব্যাংক বর্ডার এলাকার তাদের ব্যাংকিং কার্যক্রম বিস্তৃত করে সীমান্তের জনগণের অর্থনৈতিক কর্মকাণ্ডে সম্পৃক্তকরণের মাধ্যমে সীমান্ত এলাকায় অপরাধ কমিয়ে আনতে সহায়তা করবে। -বাসস।
Copyright © 2024 Sunbd24 - Latest News Update About DSE, CSE Stock market.. All rights reserved.