ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক এমাজউদ্দিন আহমেদ বলেছেন, ‘দলীয় প্রতীকে স্থানীয় সরকার নির্বাচনের বিরোধিতা করলেও এই নির্বাচনে বিএনপি অংশ নেবে। ফাঁকা মাঠে গোল দিতে দেওয়া হবে না। সঠিক ও নিরপেক্ষ নির্বাচন হলে বিএনপি ৭০ শতাংশ ভোট পেয়ে বিজয় অর্জন করবে।’
জাতীয় প্রেস ক্লাবে শুক্রবার সন্ধ্যায় সাংবাদিক গিয়াস কামাল চৌধুরীর দ্বিতীয় মৃত্যু বার্ষিকী ও চলচ্চিত্রকার চাষী নজরুল ইসলাম স্মরণসভায় তিনি এ সব কথা বলেন। স্মরণ সভার আয়োজন করে জাতীয়তাবাদী দেশ বাঁচাও মানুষ বাঁচাও আন্দোলন।
এমাজউদ্দিন আহমেদ বলেন, ‘ঢাকার দুই সিটি করপোরেশন নির্বাচনের মত স্থানীয় সরকার নির্বাচনেও যদি জোর করে জনগণের ভোটের অধিকার কেড়ে নেওয়া হয় তবে এর প্রতিক্রিয়া এবার শুধু দেশে নয় বিদেশেও ছড়িয়ে পড়বে। যা সামলানোর ক্ষমতা এ সরকারের থাকবে না।’
তিনি বলেন, ‘স্থানীয় সরকার নির্বাচন দলীয়ভাবে করার অর্থই হল, অত্যন্ত চালাকি ও দ্রুততার সঙ্গে কিভাবে জোর করে ভোট ছিনিয়ে নেওয়া যায় তার অপকৌশল।’
এমাজউদ্দিন আহমেদ আরও বলেন, ‘ফ্যাসিবাদ, নাৎসিবাদ এগুলো টেম্পরারি (সাময়িক)। এরা কখনই স্থায়ী হতে পারে না। গুম, খুন, অপহরণ করে সরকার যে পাপ করেছে, এই পাপের প্রায়শ্চিত্ত আজ হোক বা কাল হোক করতেই হবে।’
‘বর্তমান নির্বাচন কমিশন প্রসঙ্গে কথা বলতেই আমার লজ্জা হয়’ মন্তব্য করে এমাজউদ্দিন বলেন, ‘তারা (নির্বাচন কমিশনের) তো অনেক সিনিয়র ব্যক্তি। তাদের তো চাওয়া-পাওয়ার কিছু নেই। কিন্তু সরকারের প্রতি দাশ মনোবৃত্তি কেন তাদের? নিরপেক্ষতা পালন করা তো তাদের কর্তব্য।’
আয়োজক সংগঠনের সভাপতি কে এম রকিবুল ইসলাম রিপনের সভাপতিত্বে স্মরণসভায় আরও বক্তব্য দেন কল্যাণ পার্টির চেয়ারম্যান মেজর জে (অব.) সৈয়দ মুহাম্মদ ইব্রাহীম বীরপ্রতীক, বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা শামসুজ্জামান দুদু, সহ-তথ্য ও গবেষণা সম্পাদক হাবিবুর রহমান হাবিব, সহ-স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক এ বি এম মোশাররফ হোসেন প্রমুখ।