চীনে ভবন ধসে নিহত ২২

আপডেট: ২০১৬-১০-১১ ১৭:২৯:৫৩


chinচীনে ভবনধসে নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২২ জনে। মঙ্গলবার দেশটির সরকারি বার্তা সংস্থা জানায়, চীনের পূর্বাঞ্চলে এই দুর্ঘটনায় এখন পর্যন্ত ৬ জনকে জীবিত উদ্ধার করা সম্ভব হয়েছে।
বার্তা সংস্থা শিনহুয়া জানায়, উদ্ধার অভিযান প্রায় শেষ। সোমবারের এই দুর্ঘটনা খতিয়ে দেখছে দেশটির সরকার।
১৯৭০ সালে চারটি ভবন নির্মাণ করা হয়েছিল। কিন্তু সময়ের সাথে সাথে এটি উঁচু করা হয়। ফলে ভিত নড়বড়ে হয়ে পড়ে ভবনগুলোর। ফলে ধসে পরে এবং নিহত হয় ২২ জন।
চীনে অনেকদিন ধরেই এই সমস্যা বিরাজ করছে বলে জানিয়েছে মার্কিন সংবাদমাধ্যম সিএনএন। বিশেষ করে ছোট শহর ও গ্রামের দিকে এই সমস্যা প্রকট। সিএনএন