সপ্তাহের তৃতীয় কার্যদিবস বুধবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) শেয়ার দর বৃদ্ধির শীর্ষে উঠে এসেছে এসকে বিকন ফার্মাসিউটিক্যালস পিএলসি।
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, কোম্পানিটির শেয়ার দর বৃদ্ধি পেয়েছে ৯ দশমিক ৯৭ শতাংশ। কোম্পানিটি ১ হাজার ১৩৫ বারে ৩ লাখ ১৭ হাজার ৫৫৬ টি শেয়ার লেনদেন করেছে। যার বাজার মূল্য ৪ কোটি ২৯ লাখ টাকা।
তালিকায় ২য় স্থানে থাকা সোনালী আঁশের শেয়ার দর বৃদ্ধি পেয়েছে ৮ দশমিক ৭৩ শতাংশ। কোম্পানিটি ৫ হাজার ৯৯৬ বারে ৭ লাখ ৯৬ হাজার ১৩৪ টি শেয়ার লেনদেন করেছে। যার বাজার মূল্য ২৫ কোটি ৩৬ লাখ টাকা।
তালিকার ৩য় স্থানে থাকা সোনালী পেপারের শেয়ার দর বৃদ্ধি পেয়েছে ৮ দশমিক ২৭ শতাংশ। কোম্পানিটি ৪ হাজার ৩৬৫ বারে ৫ লাখ ১৯ হাজার ৬৮৪ টি শেয়ার লেনদেন করেছে। যার বাজার মূল্য ৯ কোটি ৪১ লাখ টাকা।
তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে –এবি ব্যাংকের ৬.৮১ শতাংশ, এডিএন টেলিকেমর ৫.১৪ শতাংশ, অলিম্পিক ইন্ডাস্ট্রিজের ৪.৯২ শতাংশ, ঢাকা ব্যাংকের ৪.৪৬ শতাংশ, সানলাইফ ইন্স্যুরেন্সের ৪.২৪ শতাংশ, ড্যাফোডিল কম্পিউটার্সের ৪.১৬ শতাংশ এবং কহিনূর কেমিক্যালের ৩.৯১ শতাংশ দর বেড়েছে।
এসকেএস