দুর্গাপূজা ও পবিত্র আশুরা উপলক্ষে সরকারি ছুটি থাকায় মঙ্গল ও বুধবার (১১ ও ১২ অক্টোবর) দেশের উভয় পুঁজিবাজার বন্ধ থাকবে। বিষয়টি নিশ্চিত করেছে ডিএসই ও সিএসই কর্তৃপক্ষ।
ব্যাংক-বিমা ও অন্যান্য সরকারি অফিসের মতো দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসিই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) অফিসিয়াল ও লেনদেনের কার্যক্রম বন্ধ থাকবে। তবে বৃহস্পতিবার থেকে যথারীতি লেনদেন ও অফিসিয়াল কাজ শুরু হবে।