এবার এশিয়ায় ছড়িয়ে পড়ছে জিকা ভাইরাস
প্রকাশ: ২০১৬-১০-১১ ১৭:০১:৫৫
ব্রাজিল থেকে শুরু করে লাতিন আমেরিকার অধিকাংশ দেশে ত্রাস সৃষ্টির পর জিকা ভাইরাস এশিয়ায় ছড়িয়ে পড়ছে বলে জানিয়েছে বিশ্বের সর্বোচ্চ স্বাস্থ্য বিষয়ক সংস্থা ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন (ডব্লিউএইচও)।
সিঙ্গাপুরে এরই মধ্যে কয়েকশ মানুষ জিকা ভাইরাসে আক্রান্ত হয়েছে। থাইল্যান্ডেও জিকা ভাইরাস সংক্রামণের খবর পাওয়া গেছে।
মশাবাহিত এই ভাইরাসটি বর্তমানে বিশ্বের ৭০টি দেশে ছড়িয়ে পড়েছে। এশিয়ার ১৯টি দেশে এই ভাইরাসের উপস্থিতি সনাক্ত করা গেছে।
ডব্লিউএইচও পরিচালক মার্গারেট চ্যান জানান, ‘বিশেষজ্ঞরা এখনও এই ভাইরাস মোকাবেলায় কাজ করে যাচ্ছে। কিন্তু দুর্ভাগ্যবশত এখনও এই ভাইরাসের শতভাগ নিরাময়ের উপায় আমাদের জানা নেই।’ ফিলিপাইনের রাজধানী ম্যানিলায় তিনি এ কথা জানান।
উল্লেখ্য, কয়েক দশক ধরে এশিয়ায় জিকা ভাইরাস থাকলেও সম্প্রতি ব্রাজিলে এই ভাইরাসটি মহামারী আকারে ছড়িয়ে পড়ে। বিবিসি।