কুড়িগ্রামের ভূরুঙ্গামারী উপজেলার হাঁসেরভিটা গ্রামে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে একই পরিবারের তিনজন মারা গেছেন। গতকাল বুধবার রাত নয়টার দিকে এ ঘটনা ঘটে।
নিহত তিনজন হলেন মা ছবিরন বেগম (৪২), ছেলে সাইফুর রহমান (২২) ও সাইফুরের স্ত্রী মমতাজ (২০)।
ভূরুঙ্গামারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিয়া লতিফুল ইসলামের ভাষ্য, ঝড়বৃষ্টিতে বিদ্যুতের লাইনে সমস্যা হয়েছিল। সাইফুর রহমান মেইন সুইচ দেখতে যান। সুইচে হাত দিলেই তিনি বিদ্যুৎস্পৃষ্ট হন। ছেলেকে ধরতে গেলে মাও বিদ্যুৎস্পৃষ্ট হন। এরপর স্ত্রীও একইভাবে বিদ্যুৎস্পৃষ্ট হন। ঘটনাস্থলেই তাঁদের মৃত্যু হয়।
ওসি জিয়া লতিফুল ইসলাম বলেন, ময়নাতদন্তের জন্য তিনজনের লাশ কুড়িগ্রাম সদর হাসপাতালের মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে।