ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) সশরীরে ক্লাস চালুর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বিশ্বিবদ্যালয়ের ডিনস কমিটির সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়।
রোববার (২২ সেপ্টেম্বর) বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার এইচ এম আলী হাসান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করা হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ২১ সেপ্টেম্বর অনুষ্ঠিত ডিনস কমিটির সভার সিদ্ধান্ত অনুযায়ী সশরীরে ক্লাস নেওয়ার ব্যাপারে বিভাগীয় একাডেমিক কমিটিতে সিদ্ধান্ত নিয়ে ক্লাস চালুর বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ নেবার জন্য অনুরোধ করা হলো।
এই চিঠির অনুলিপি ইতোমধ্যে অনুষদীয় ডিন, বিভাগীয় সভাপতিসহ সংশ্লিষ্ট দফতরগুলোতে পাঠানো হয়েছে। শনিবার বেলা ১১টায় অনুষ্ঠিত এই সভায় প্রশাসনিক ও আর্থিক দায়িত্ব পাওয়া ডিন অধ্যাপক ড. ছিদ্দিকুর রহমান আশ্রাফীর সভাপতিত্বে সামাজিক বিজ্ঞান ও কলা অনুষদের ডিনরা ব্যতীত বাকি ডিনরা উপস্থিত ছিলেন। শিক্ষার্থী ও বিভাগীয় সভাপতিদের দাবির প্রেক্ষিতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে সভা সূত্রে জানা গেছে।
ল’ এন্ড ল্যান্ড ম্যানেজমেন্ট বিভাগের সভাপতি সহকারী অধ্যাপক মেহেদী হাসান বলেন, এরকম একটা চিঠি বিভাগে এসেছে। আমরা একাডেমিক কমিটিতে আলোচনা করে দ্রুত সিদ্ধান্ত নিব এবং বিষয়টা অবশ্যই ইতিবাচকভাবে দেখা হবে। এসময় শিক্ষার্থীদের জন্য পরিবহন সেবা নিশ্চিতেরও আহ্বান জানান তিনি।
এম জি