পিপিপির প্রধান নির্বাহী কর্মকর্তা মোস্তাফিজুর ওএসডি
সানবিডি২৪ প্রতিবেদক আপডেট: ২০২৪-০৯-২২ ২১:৩৫:০৩
পাবলিক প্রাইভেট পার্টনারশিপ কর্তৃপক্ষের প্রধান নির্বাহী কর্মকর্তা (সচিব) মোঃ মোস্তাফিজুর রহমানকে জনপ্রশাসন মন্ত্রণালয়ের বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) করা হয়েছে।
রোববার (২২ সেপ্টেম্বর) এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করে জনপ্রশাসন মন্ত্রণালয়।
প্রজ্ঞাপনে বলা হয়, পাবলিক প্রাইভেট পার্টনারশিপ কর্তৃপক্ষের প্রধান নির্বাহী কর্মকর্তা (সচিব) মোঃ মোস্তাফিজুর রহমানকে জনপ্রশাসন মন্ত্রণালয়ের বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) করা হলো।
জনস্বার্থে জারিকৃত আদেশ অবিলম্বে কার্যকর করা হবে।
এম জি