দর বৃদ্ধির শীর্ষে রহিম টেক্সটাইল
পুঁজিবাজার ডেস্ক প্রকাশ: ২০২৪-০৯-২৩ ১৫:১৪:৫৬
সপ্তাহের দ্বিতীয় কার্যদিবস সোমবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) শেয়ার দর বৃদ্ধির শীর্ষে উঠে এসেছে রহিম টেক্সটাইল পিএলসি।
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, কোম্পানিটির শেয়ার দর বৃদ্ধি পেয়েছে ১০ শতাংশ। কোম্পানিটি ৭১৪ বারে ১ লাখ ১০ হাজার ৭৮১ টি শেয়ার লেনদেন করেছে। যার বাজার মূল্য ১ কোটি ৬৮ লাখ টাকা।
তালিকায় ২য় স্থানে থাকা ইসলামী ইন্স্যুরেন্সের শেয়ার দর বৃদ্ধি পেয়েছে ৯ দশমিক ৯২ শতাংশ। কোম্পানিটি ৬৭০ বারে ৪ লাখ ৭ হাজার ৫৭৮ টি শেয়ার লেনদেন করেছে। যার বাজার মূল্য ১ কোটি ৮৬ লাখ টাকা।
তালিকার ৩য় স্থানে থাকা ইসলামিক ফাইন্যান্স এন্ড ইনভেস্টমেন্টের শেয়ার দর বৃদ্ধি পেয়েছে ৯ দশমিক ৮৭ শতাংশ। কোম্পানিটি ১ হাজার ৯১৫ বারে ৩৫ লাখ ৬ হাজার ৮৩৩ টি শেয়ার লেনদেন করেছে। যার বাজার মূল্য ৫ কোটি ৭৩ লাখ টাকা।
তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে – সোশ্যাল ইসলামী ব্যাংকের ৯.৪৩ শতাংশ, ইসলামী ব্যাংকের ৮.১০ শতাংশ, তমিজউদদীন টেক্সটাইলের ৮.০৫ শতাংশ, আলিফ ইন্ডাস্ট্রিজের ৭.৬৭ শতাংশ, ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের ৭.২৪ শতাংশ, দেশ গার্মেন্টসের ৬.২৭ শতাংশ এবং ঢাকা ব্যাংক পিএলসির ৬.০৩ শতাংশ দর বেড়েছে।
এসকেএস