ঝালকাঠিতে বিচারক হত্যা মামলায় জেএমবি নেতা আসাদুল ইসলাম ওরফে আরিফের ফাঁসি আজ রাতেই কার্যকর করা হবে বলে খবর পাওয়া গেছে। কারাগার সূত্রে জানা গেছে, রাত সাড়ে ১০টায় ফাঁসির রায় কার্যকর করতে সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করেছে কারাগার কর্তৃপক্ষ। ফাঁসির মঞ্চ ও জল্লাদ প্রস্তুত রাখা হয়েছে। পাশাপাশি নিরাপত্তা ব্যবস্থা জোড়দার করা হয়েছে।
জানা যায়, ২০০৫ সালের ১৪ নভেম্বর গাড়িতে বোমা হামলা চালিয়ে ঝালকাঠি জেলার সিনিয়র সহকারী জজ সোহেল আহম্মেদকে হত্যা করা হয়। ২০০৬ সালের ২৯ মে এ হত্যা মামলায় সাত জনের ফাঁসির আদেশ দেওয়া হয়। এরমধ্যে ৬ জনের ফাঁসি কার্যকর হয়েছে।
ওই মামলার রায়ে মৃত্যু দণ্ডাদেশপ্রাপ্ত আরেক জেএমবি নেতা আসাদুল ইসলাম ওরফে আরিফ ২০০৭ সালের ১০ জুলাই ময়মনসিংহ থেকে গ্রেফতার হন। ২০০৮ সাল থেকে তিনি খুলনা জেলা কারাগারে রয়েছেন।