ইংলিশ প্রিমিয়ার লীগে শনিবার ম্যানসিটি হোঁচট খেলেও জিতেছে চেলসি ও আর্সেনাল। লীগ কাপের হারের প্রতিশোধ নেয়া হল না লেস্টার সিটির। ইংলিশ প্রিমিয়ার লীগে বর্তমান চ্যাম্পিয়নদের নিজেদের মাঠে সহজেই হারিয়েছে চেলসি।
স্ট্যামফোর্ড ব্রিজে চেলসির ৩-০ ব্যবধানের জয়ে গোল তিনটি করেন ডিয়েগো কস্তা, ইডেন হ্যাজার্ড ও ভিক্তর মোসেস।
গত সেপ্টেম্বরে লেস্টারের বিপক্ষে দুই গোলে পিছিয়ে পড়েও দারুণভাবে ঘুরে দাঁড়িয়ে ৪-২ ব্যবধানে জিতে লীগ কাপের চতুর্থ রাউন্ডে উঠেছিল চেলসি।
এবার ব্লজদের সামনে দাঁড়াতেই পারেনি লেস্টার। লীগে চলতি মৌসুমে লেস্টারের এটা চতুর্থ হার, যেখানে গত মৌসুমে পুরো আসরে মাত্র তিন ম্যাচ হেরেছিল তারা।
অন্যদিকে আট ম্যাচে এটি চেলসির পঞ্চম জয়। আন্তর্জাতিক বিরতির আগে হঠাৎ ছন্দপতন ঘটায় চেলসি বস আন্তনিও কন্তের চাকরি নিয়ে টানাটানি শুরু হয়ে গিয়েছিল। সেই দুঃসময় দারুণভাবেই পেছনে ফেলল চেলসি।
লীগে এ মৌসুমে নিজের সপ্তম গোল করে সাত মিনিটেই চেলসিকে এগিয়ে দেন কস্তা। ৩৩ মিনিটে হ্যাজার্ড ব্যবধান দ্বিগুণ করার পর ৮০ মিনিটে লেস্টারের কফিনে শেষ পেরেক ঠুকে দেন মোসেস।
চেলসির আলোয় ফেরার রাতে ম্যানসিটিকে ১-১ গোলে রুখে দিয়েছে এভারটন। নলিতোর গোলে হার এড়িয়ে পয়েন্ট টেবিলের শীর্ষস্থান ধরে রেখেছে সিটি।
তবে থিওয়ালকটের জোড়া গোলে সোয়ানসিকে ৩-২ ব্যবধানে হারিয়ে সিটিকে ধরে ফেলেছে আর্সেনাল। দু’দলেরই পয়েন্ট সমান ১৯।
১৮ পয়েন্ট নিয়ে তিনে থাকা টটেনহ্যাম কাল ১-১ গোলে ড্র করেছে ওয়েস্ট ব্রমের সঙ্গে।
জার্মানির বুন্দেস লীগায় রবেন ও কিমিচের গোলে দু’বার এগিয়ে গিয়েও ফ্র্যাংকফুর্টের সঙ্গে ২-২ গোলে ড্র করেছে বায়ার্ন মিউনিখ।
এছাড়া এডিন জেকোর জোড়া গোলে নাপোলিকে ৩-১ ব্যবধানে হারিয়ে সেরি-এ লীগের দুই নম্বরে উঠে এসেছে রোমা।