পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি ফার কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ লিমিটেডের শেয়ার রেকর্ড ডেটের আগে আগামী সোমবার থেকে স্পট মার্কেটে লেনদেন হবে। লেনদেন চলবে আগামী ১৮ অক্টোবর, মঙ্গলবার পর্যন্ত। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র জানায়, এই কোম্পানির রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে আগামী ১৯ অক্টোবর, বুধবার। ওইদিন কোম্পানিটির শেয়ার লেনদেন বন্ধ থাকবে। এর অংশ হিসেবেই দুই দিন স্পট মার্কটে কোম্পানিটির শেয়ার লেনদেন হবে।
উল্রেখ্য, কোম্পানিটি রাইট শেয়ার সংক্রান্ত রেকর্ড ডেট বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) অনুমোদনের পর জানাবে।