গত সেপ্টেম্বর মাসের জন্য ওয়ারিকে শ্রেষ্ঠ বিভাগ ঘোষণা করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। একই সময়ে ডেমরা জোনের এসএম তারেক রহমানকে সেরা সহকারি পুলিশ কমিশনার(এসি) হিসেবে ঘোষণা করা হয়েছে।
মাসিক অপরাধ পর্যালোচনায় সভায় গতকাল সন্ধ্যায় ভালো কাজের স্বীকৃতি হিসেবে বিভিন্ন ক্যাটাগরিতে বিজয়ীদের হাতে নগদ অর্থ পুরস্কার তুলে দেন ডিএমপি কমিশনার মো. আছাদুজ্জামান মিয়া।
বিভিন্ন ক্যাটাগরিতে শ্রেষ্ঠরা হলেন, ওসি শাহবাগ থানার আবু বকর সিদ্দিক, পুলিশ পরিদর্শক (তদন্ত) দারুসসালাম থানার ফারুকুল আলম, পুলিশ পরিদর্শক (অপারেশন্স) গেন্ডারিয়া থানার খন্দকার মোহাম্মদ হেলাল উদ্দিন, যাত্রাবাড়ি থানার আয়ান মাহমুদ ও তেজগাঁও শিল্পাঞ্চল থানার মারগুব তৌহিদ যৌথভাবে শ্রেষ্ঠ এসআই ও মতিঝিল থানার হেলাল উদ্দিন ও কদমতলী থানার হামিদুর রহমান যৌথভাবে শ্রেষ্ঠ এএসআই এবং খিলক্ষেত থানার মো. কাওছার মিয়া শ্রেষ্ঠ কনস্টেবল নির্বাচিত হয়েছেন।
অন্যদিকে তেজগাঁও-শিল্পাঞ্চল থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মোহাম্মদ রাশেদুজ্জামান শ্রেষ্ঠ অস্ত্র উদ্ধারকারী শ্র্রে্ষ্ঠ অফিসার, চকবাজার জোনের সহকারী পুলিশ কমিশনার কানিজ ফাতেমা শ্রেষ্ঠ বিস্ফোরক উদ্ধারকারী অফিসার, গেন্ডারিয়া থানার পুলিশ পরিদর্শক (অপারেশন্স) খন্দকার মোহাম্মদ হেলাল উদ্দিন শ্রেষ্ঠ মাদকদ্রব্য উদ্ধারকারী অফিসার, শেরেবাংলা নগর থানার এসআই মো. তোফাজ্জল হোসেন শ্রেষ্ঠ চোরাই গাড়ী উদ্ধারকারী অফিসার ও মতিঝিল থানার এএসআই মো. হেলাল উদ্দিন শ্রেষ্ঠ ওয়ারেন্ট তামিলকারী অফিসার হিসেবে নির্বাচিত হয়েছেন।