গোবিন্দ ও শিল্পা শেঠিকে আদালতে তলব
প্রকাশ: ২০১৬-১০-১৬ ১৫:৪৩:১৫

প্রায় এক দশক আগে বলিউডের রুপালি পর্দায় মুক্তি পেয়েছিলো বলিউড গ্ল্যামার শিল্পা শেঠি ও বলিউড তারকা গোবিন্দ অভিনীত ছবি ‘ছোটে সরকার’। সে ছবির একটি গানে ভারতের বিহার রাজ্য ও উত্তর প্রদেশকে অবমাননা করা হয়েছে এমন অভিযোগ এনে ঝাড়খন্ডের একটি আদালতে অভিযোগ দায়ের করেছিলেন একজন আইনজীবী।
সম্প্রতি ১৬ অক্টোবর সে মামলার আদেশে এই তারকা জুটিকে অভিযুক্ত করা হয়। এবং আগামী ১৮ অক্টোবর দুজনকেই আদালতে উপস্থিত থাকার নির্দেশ দেয়া হয়েছে।
জানা যায়, পরিচালক ভিমল কুমার পরিচালিত ছবিটিতে ‘একটা চুমু দাও/বিনিময়ে বিহার নিয়ে নাও’ শিরোনামে একটি গান ছিলো। এই গানটির কথাতেই নাকি বিহারকে অবমাননা করা হয়েছে বলে মনে করেন ওই আইনজীবী! গানটির গীতিকার ছিলেন আনন্দ মিলিন্দ।
প্রসঙ্গত, গোবিন্দ এবং শিল্পা দুজনেই বর্তমানে বলিউডে অনিয়মিত। ভারতের রাজনীতিতে নাম লিখিয়েছেন গোবিন্দ। আর অভিনয় ছেড়ে পুরোদস্তুর ব্যবসায়ি বনে গেছেন শিল্পা।







সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন













