স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম বলেছেন, বিদেশিদের কাছে যারা দেশ নিয়ে নালিশ করে, তাদের ঠিকানা দেশে নয়, বিদেশে।
তিনি রবিবার সকালে আওয়ামী লীগের জাতীয় কাউন্সিল উপলক্ষে সোহরাওয়ার্দী উদ্যানে দলের উপকমিটির এক সভায় এ কথা বলেন।
নাসিম বলেন, ‘কেউ কোনোদিন বিদেশিদের কাছে নিজের দেশের সুনাম ছাড়া কিছু করে না। এরা দুর্নাম করে। এটাই হচ্ছে বিএনপি নেত্রী খালেদা জিয়ার চরিত্র। আমন্ত্রণের বৈঠকের সুযোগ নিয়ে গিবত গেয়ে আসল চীনের প্রেসিডেন্টের কাছে। দুঃখজনক, দুর্ভাগ্যজনক। বিদেশিদের মন জয় করে কী হবে? দেশের মানুষের মন জয় করতে হবে আগে। বিএনপিকেও আমরা দাওয়াত দিচ্ছি (কাউন্সিলে)। আমরা চাই তারা আসুক। এসে আমাদের বিজয়ের কথা শুনুক।’