সপ্তাহের চতুর্থ কার্যদিবস বুধবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) শেয়ার দর পতনের শীর্ষে উঠে এসেছে ফু-ওয়াং ফুড লিমিটেড।
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, কোম্পানির শেয়ার দর আগের দিনের চেয়ে ৯ দশমিক ৯৪ শতাংশ কমেছে। কোম্পানিটি ১ হাজার ১৪০ বারে ১৩ লাখ ৪ হাজার ৪৮৭ টি শেয়ার লেনদেন করে। যার বাজার মূল্য ২ কোটি ৯ লাখ টাকা।
তালিকায় দ্বিতীয় স্থানে থাকা প্যারামাউন্ট ইন্সুরেন্সের শেয়ার দর আগের দিনের চেয়ে ৯ দশমিক ৮৬ শতাংশ কমেছে। কোম্পানিটি ৪৫৭ বারে ২ লাখ ২৯ হাজার ৭২৯ টি শেয়ার লেনদেন করে। যার বাজার মূল্য ৯২ লাখ টাকা।
তালিকায় তৃতীয় স্থানে থাকা নাভানা ফার্মার শেয়ার দর আগের দিনের চেয়ে ৯ দশমিক ৮৫ শতাংশ কমেছে। কোম্পানিটি ১ হাজার ৯০২ বারে ৭ লাখ ৬৮ হাজার ১৬৮ টি শেয়ার লেনদেন করে। যার বাজার মূল্য ৪ কোটি ২৭ লাখ টাকা।
তালিকায় থাকা অন্যান্য কোম্পানির মধ্যে–সিএন্ডএ টেক্সটাইলের ৯.৮৩ শতাংশ, ক্রিস্টাল ইন্সুরেন্সের ৯.৭৯ শতাংশ, নিউলাইন ক্লোথিংসের ৯.৭৮ শতাংশ, মেট্রো স্পিনিংয়ের ৯.৭৪ শতাংশ, কেডিএস এক্সেসরিজের ৯.৬৬ শতাংশ, ইয়াকিন পলিমারের ৯.৬ শতাংশ এবং আমান ফিড লিমিটেডের দর ৯.৫৬ শতাংশ কমেছে।
এসকেএস