বর্তমানে ব্রাজিল বিশ্বের শীর্ষ সয়াবিন রফতানিকারক দেশ। বিজনেস রেকর্ডারের খবরে জানা গেছে দেশটিতে প্রয়োজনীয় বৃষ্টিপাত হওয়ার পূর্বাভাস দেয়া হয়েছে। ফলে ফসল রোপণের সময় পিছিয়ে যাওয়ার বিষয়ে উদ্বেগ কমেছে। এ কারণে বুধবার বিশ্ববাজারে সয়াবিনের দরপতন হয়েছে।
শিকাগো বোর্ড অব ট্রেডে (সিবিওটি) বুধবার সয়াবিনের দাম আগের দিনের তুলনায় দশমিক ৩ শতাংশ কমেছে। বুশেলপ্রতি (৬০ পাউন্ড) মূল্য নেমেছে ১০ ডলার ৩৯ সেন্টে। এ বিষয়ে খাতসংশ্লিষ্টরা জানান, বিশ্ববাজারে সয়াবিনের দাম মঙ্গলবার বেড়ে গিয়েছিল। তবে আগামী সপ্তাহে ব্রাজিলে প্রয়োজনীয় বৃষ্টির পূর্বাভাস দেয়া হয়েছে। এতে সয়াবিন রোপণ ও ফসল উৎপাদন বাড়তে পারে।
এদিকে আন্তর্জাতিক বাজারে গতকাল গম ও ভুট্টার দামও কমেছে। সিবিওটিতে গতকাল গমের দাম কমেছে দশমিক ৬ শতাংশ। প্রতি বুশেলের মূল্য নেমেছে ৫ ডলার ৭৪ সেন্টে। অন্যদিকে ভুট্টার দাম দশমিক ৪ শতাংশ কমে বুশেলপ্রতি মূল্য স্থির হয়েছে ৪ ডলার ১০ সেন্টে।
ভুট্টা ও সয়াবিন সংগ্রহের কাজ চলছে যুক্তরাষ্ট্রে। যদিও মঙ্গলবার কেন্দ্রীয় মধ্য-পশ্চিমাঞ্চলে বৃষ্টিপাত হয়েছে, যা কিছু অঞ্চলে ফসল সংগ্রহের কাজ ব্যাহত করেছে।
এনজে