আসছে নওশীনের ‘মুখোশ মানুষ : দ্য ফেক’
প্রকাশ: ২০১৬-১০-১৬ ১৮:০০:১৫

সময়ের আলোচিত অভিনেত্রী নওশীন। রেডিও জকি দিয়ে ক্যারিয়ার শুরু করলেও এখন পুরোপুরি অভিনেত্রী। এ ছাড়া ব্যস্ত রয়েছেন নিজেদের ব্যবসা থার্ডবেল ও চাকরি নিয়ে।
নাটকের পাশাপাশি চলচ্চিত্রেও অভিনয় করছেন তিনি। তবে সিনেমাভাগ্য খুব একটা ভালো নয় নওশীনের। কারণ তার অভিনীত কোনো ছবিই আলোর মুখ দেখেনি। নানা কারণে আটকে রয়েছে ছবিগুলো। তবে এবার ভাগ্য সহায়ক হয়েছে।
তার অভিনীত ‘মুখোশ মানুষ : দ্য ফেক’ শিরোনামের চলচ্চিত্রটি আগামী ১৬ ডিসেম্বর প্রেক্ষাগৃহে আসতে যাচ্ছে বলে জানিয়েছেন এটির পরিচালক ইয়াসির আরাফাত জুয়েল।
এতে নওশীনের বিপরীতে অভিনয় করেছেন আদনান ফারুক হিল্লোল ও কল্যান। প্রথমে ছবিটি টেলিফিল্ম হিসেবে নির্মাণ করা হয়। পরে এতে দৃশ্য সংযোজন বিয়োজন করে পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্রে রূপ দেন নির্মাতা।
এর আগে সিনেমাটির প্রকাশিত ট্রেইলারে হিল্লোল ও নওশীনের অন্তরঙ্গ দৃশ্য নিয়ে বেশ সমালোচনা হয়। তবে এসব দৃশ্যের সংস্কার করেই পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্রে রূপ দেয়া হয়েছে বলে জানিয়েছেন পরিচালক।







সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন













