র্যাবের অভিযানে আটক হয়েছেন ফেনীতে বৈষম্যবিরোধী আন্দোলনে ছাত্র–জনতার ওপর গুলিবর্ষণ ও হত্যা মামলায় পলাতক আসামি আওয়ামী লীগ নেতা শাহ আলম ওরফে লাল শাহ আলমকে (৫০) । বৃহস্পতিবার (২৬ সেপ্টেম্বর) সকালে তাকে ফেনী মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।
র্যাব-৭ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে বুধবার রাতে গোপন কালীদহ ইউনিয়নের পূর্ব ছিলোনীয়া এলাকায় অভিযান চালিয়ে লাল শাহ আলমকে গ্রেফতার করা হয়। তিনি ফেনী সদর উপজেলা আওয়ামী লীগের স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক সম্পাদক।
ফেনী মডেল থানার ওসি মোহাম্মদ রুহুল আমীন বলেন, র্যাবের হাতে গ্রেফতার হত্যা মামলার আসামি শাহ আলমকে আদালতে সোপর্দ করতে প্রস্তুতি চলছে।
প্রসঙ্গত, ৪ আগস্ট ফেনীর মহিপালে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের বিক্ষোভ চলাকালে নিরস্ত্র ছাত্র-জনতার ওপর হামলা ও গুলি চালায় আওয়ামী লীগের নেতাকর্মীরা। এ সময় অন্তত আট জন নিহত ও শতাধিক ছাত্রজনতা গুলিবিদ্ধ হয়। এ ঘটনায় ফেনী সদর উপজেলার ফাজিলপুর ইউনিয়নের ছায়দুল হক নিহত হন। পরে ১৪ আগস্ট নিহত ছায়দুল হকের বাবা রফিকুল ইসলাম বাদী হয়ে ফেনী মডেল থানায় ৯৪ জনের নাম উল্লেখ করে আরও ১০০-১৫০ জনকে অজ্ঞাত আসামি করে মামলা করেন। ওই মামলায় শাহ আলম ওরফে লাল শাহ আলম ৬২নং এজাহারভুক্ত আসামি।
এনজে