প্রায় ২৪ ঘণ্টা পর ধলেশ্বরীতে নিখোঁজ বাবা-মেয়ের মরদেহ উদ্ধার
জেলা প্রতিনিধি প্রকাশ: ২০২৪-০৯-২৬ ১৩:১৬:৫২
ধলেশ্বরী নদীতে নিখোঁজ হওয়ার প্রায় ২৪ ঘণ্টা পর বাবা-মেয়ের ভাসমান মরদেহ উদ্ধার করা হয়েছে।
বৃহস্পতিবার (২৬ সেপ্টেম্বর) সকাল সোয়া ৭টার দিকে ধলেশ্বরী নদীতে মরদেহ ভাসতে দেখে স্থানীয়রা তাদের উদ্ধার করে।
এ তথ্য নিশ্চিত করেছেন সিংগাইর ফায়ার সার্ভিসের লিডার রতন মিয়া।
এর আগে বুধবার (২৫ সেপ্টেম্বর) সকাল পৌনে ৭টার দিকে মেয়েকে সাঁতার শেখাতে গিয়ে নদীতে নিখোঁজ হন বাবা মেয়ে।
মহিদুর রহমান সিংগাইর উপজেলার চর-জামালপুর এলাকার মৃত আবেদ খানের ছেলে এবং রাফা আক্তার (১১) মহিদুরের মেয়ে।
ফায়ার সার্ভিস ও স্থানীয় সূত্রে জানা যায়, গতকাল বুধবার সকাল পৌনে ৭টার দিকে সিংগাইর উপজেলার বায়রা খেয়াঘাট সংলগ্ন স্থানে মেয়ে রাফাকে সাঁতার শেখাতে নিয়ে যান বাবা মহিদুর। সাঁতার শেখাতে সঙ্গে নিয়ে যান পাঁচ লিটারের দুটি বোতল। মহিদুর বোতল দিয়ে মেয়েকে ভাসিয়ে সাঁতার শেখাতে চেষ্টা করেন। মেয়ে রাফা ভেসে ভেসে সাঁতার কাটতে থাকে হঠাৎ বোতলের মুখ খুলে পানি প্রবেশ করতে থাকে। বোতলে পানি ডুকে যাওয়ায় রাফা তলিয়ে যেতে থাকে এসময় তাকে উদ্ধার করতে গিয়ে বাবা মহিদুরও ডুবে যান। বাবা-মেয়ে ডুবে গেছে এমন সংবাদে স্থানীয়রা নদীতে জাল টেনে উদ্ধারের চেষ্টা করেন।
বুধবার সকাল ৯টার দিকে সিংগাইর ফায়ার সার্ভিস ও আরিচা স্থল কাম নদী বন্দর ফায়ার সার্ভিসের ডুবুরি দল যৌথভাবে উদ্ধার কাজ চালিয়ে যায়। দিনের আলো শেষ হয়ে আসায় উদ্ধার কাজ সাময়িক সময়ের জন্য স্থগিত করা হয়।
বৃহস্পতিবার (২৬ সেপ্টেম্বর) সকাল সোয়া ৭টার দিকে ধলেশ্বরী নদীতে বাবা-মেয়ের মরদেহ ভাসতে দেখেন স্থানীয়রা। পরে মরদেহ দুটি উদ্ধার করে বাড়িতে নিয়ে যাওয়া হয়।
সিংগাইর ফায়ার সার্ভিসের লিডার রতন মিয়া বলেন, শুনেছি সকালে বাবা-মেয়ের মরদেহ নদীতে ভাসতে দেখে স্থানীয়রা উদ্ধার করেছে।
মানিকগঞ্জ সদর থানার সাব ইন্সপেক্টর (এসআই) বাবলু মিয়া বলেন, সকালে বাবা-মেয়ের মরদেহ নদী থেকে উদ্ধার করা হয়েছে এমন সংবাদ শুনেছি। ঘটনাস্থলে যাচ্ছি এবং এ বিষয়ে পরে বিস্তারিত জানাতে পারবো।
বিএইচ