পুঁজিবাজারে তালিকাভুক্ত বস্ত্রখাতের কোম্পানি ফারইস্ট নিটিং অ্যান্ড ডায়িং ইন্ডাস্ট্রিজের পরিচালনা পর্ষদ শেয়ারহোল্ডারদের জন্য ১৫ শতাংশ লভ্যাংশ ঘোষণা করেছে। এর মধ্যে ১০ শতাংশ বোনাস আর ৫ শতাংশ নগদ লভ্যাংশ।
আজ সোমবার কোম্পানির পর্ষদ সভায় এ সিদ্ধান্ত হয়। কোম্পানি সূত্রে জানা গেছে, ৩০ জুন সমাপ্ত হিসাব বছরের জন্য এ লভ্যাংশ ঘোষণা করা হয়েছে। এ সময়ে কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ২ টাকা। আর এনএভি হয়েছে ১৯ টাকা ৫০ পয়সা।
আগামী ২৪ নভেম্বর কোম্পানির এজিএম অনুষ্ঠিত হবে। এর জন্য রেকর্ড ডেট ঠিক হয়েছে ৭ নভেম্বর।