`জনগণ স্বচ্ছতার সাথে আইনের সঠিক বিচার পাবে’
জেলা প্রতিনিধি প্রকাশ: ২০২৪-০৯-২৮ ১৯:৪৯:০৮
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটর (প্রশাসন) গাজী মোনাওয়ার হুসাইন তামিম বলেছেন, ছাত্র-জনতার আন্দোলনের মুখে গত ৫ আগস্ট পতন হয় আওয়ামী লীগ সরকারের। দীর্ঘদিন আওয়ামী লীগ সরকার ক্ষমতায় থেকে দেশের বিচার ব্যবস্থাকে ধ্বংসের মুখে ঠেলে দিয়েছিল। এখন থেকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে যে অপরাধগুলো আসবে সেগুলো স্বচ্ছতার সাথে আইনের সঠিক বিচার জনগণ পাবে।
শনিবার (২৮ সেপ্টেম্বর) দুপুরে হোটেল পারিজাতে মোংলায় কর্মরত প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকদের সাথে মতবিনিময় সভায় এসব কথা বলেন তিনি।
তিনি বলেন, আমাদের এখন মুল লক্ষ্য হচ্ছে জুলাই-আগস্টে সারাদেশব্যাপী যে গণহত্যা চলেছে, সেই বিচারকে ত্বরান্বিত করা। আমরা ইতোমধ্যে আইন মন্ত্রণালয়ের পক্ষ থেকে সারাদেশের ডিসিকে চিঠি পাঠিয়েছি, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের তথ্য সংগ্রহের জন্য। সেই সাথে তিনি প্রত্যেকটি হত্যার বিচার দ্রুত সম্পন্ন করতে সকলকে তথ্য দিয়ে সহযোগীতার আহবান জানান।
এর আগে মোংলা বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান, মোংলা ইপিজেড কর্তৃপক্ষ এবং বাগেরহাট জেলা প্রশাসকের সাথে সৌজন্য সাক্ষাৎ করেন তিনি।
এ সময় বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদের আহবায়ক মোল্যা রহমাতুল্লাহ্, মোংলা উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সাধারণ সম্পাদক মো. জহিরুদ্দিন বাবর মুছাল্লীসহ স্থানীয় প্রশাসন ও জামায়াতে ইসলামীর নেতা-কর্মীরা তার সাথে উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, গত ৫ সেপ্টেম্বর আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের আইন ও বিচার বিভাগের সলিসিটর অনুবিভাগ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর হিসেবে সুপ্রিম কোর্টের আইনজীবী মোহাম্মদ তাজুল ইসলাম ও সুপ্রিম কোর্টের আরো চারজন আইনজীবী মোঃ মিজানুল ইসলাম, গাজী মোনাওয়ার হুসাইন তামিম, বি এম সুলতান মাহমুদ ও আবদুল্লাহ আল নোমানকে নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন জারি করে।
আইনজীবী গাজী মোনাওয়ার হুসাইন তামিম বাগেরহাট-৩ আসনের সাবেক সংসদ সদস্য প্রার্থী প্রখ্যাত জামায়াত নেতা শহীদ মাওলানা গাজী আবু বকর সিদ্দিকের ছেলে।
বিএইচ