রোববার, ১৫ ডিসেম্বর ২০২৪
যশোরের ট্রাকচালকের গুলিবিদ্ধ লাশ উদ্ধার
প্রকাশিত - অক্টোবর ১৮, ২০১৬ ১০:০২ এএম
যশোরের ঝিকরগাছায় ট্রাকচালক আলমগীর হোসেনের (২৮) গুলিবিদ্ধ লাশ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার সকালে উপজেলার গদখালী বাজারের অদূরে গদখালী-শরীফপুর রাস্তার পাশ থেকে লাশটি উদ্ধার করা হয়। নিহত আলমগীর শরীফপুর গ্রামের সিদ্দিক হোসেনের ছেলে।
ঝিকরগাছা থানার ওসি মেহেদী হাসান ইত্তেফাককে জানান, গত ১৩ অক্টোবর গদখালী বাজারে সন্ত্রাসী হামলায় গদখালী ইউপি সদস্য রাহাতজ্জান হত্যার জের ধরে এই হত্যাকান্ড সংঘটিত হয়েছে বলে ধারণা করা হচ্ছে। সোমবার রাতে গদখালী-শরীফপুর রাস্তার ধারে দুইপক্ষের গোলাগুলিতে আলমগীর মাথায় গুলিবিদ্ধ হয়ে নিহত হন। এলাকাবাসীর মাধ্যমে খবর পেয়ে সকাল সাড়ে আটটার দিকে পুলিশ লাশ উদ্ধার করে। লাশের পাশে একটি ওয়ান শুটারগান পাওয়া যায় বলে দাবি ওসির।
তিনি আরো জানান, লাশ ময়নাতদন্তের জন্য যশোর ২৫০ শয্যা হাসপাতালে পাঠানো হয়েছে।
Copyright © 2024 Sunbd24 - Latest News Update About DSE, CSE Stock market.. All rights reserved.