নতুন পরিচালক পেল ইবির আইআইইআর

বিশ্ববিদ্যালয় প্রতিনিধি প্রকাশ: ২০২৪-০৯-২৯ ১৪:২১:২৩


ইসলামী বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউট অফ ইসলামিক এডুকেশন অ্যান্ড রিসার্চ (আইআইইআর)—এর নতুন পরিচালক হিসেবে নিয়োগ পেয়েছেন কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জনিয়ারিং বিভাগের অধ্যাপক ড. ফারুকুজ্জামান খান। আগামী তিন বছরের তাকে এই পদে নিয়োগ দিয়েছেন উপাচার্য।

রোববার (২৯ সেপ্টেম্বর) বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) এইচ এম আলী হাসান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে নিয়োগের বিষয়টি নিশ্চিত করা হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, আই আই.ই.আর-এর পরিচালক হিসেবে নিয়োগপ্রাপ্ত ইংরেজি বিভাগের অধ্যাপক ড. মামুনুর রহমানের পদত্যাগ পত্র ২৮ সেপ্টেম্বর গৃহীত হয়। ফলে তদস্থলে আগামী ৩ বছরের জন্য কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জনিয়ারিং বিভাগের অধ্যাপক ড. মো: ফারুকুজ্জামান খান-কে নিয়োগ করেছেন উপাচার্য। এ দায়িত্ব পালনের জন্য তিনি নিয়ম অনুযায়ী সুযোগ সুবিধা পাবেন।

উল্লেখ্য, দীর্ঘদিন একান্ত নিষ্ঠা ও আন্তরিকতার সাথে আই আই.ই.আর-এর পরিচালক হিসেবে দায়িত্ব পালন করায় অধ্যাপক ড. মামুনুর রহমান-কে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের পক্ষ থেকে ধন্যবাদ জ্ঞাপন করা হয়।

এম জি