রোববার, ১৫ ডিসেম্বর ২০২৪
সর্বোচ্চ ম্যাচ ফিক্সিং হয়েছিল ১৯৯৬ সালে!
প্রকাশিত - অক্টোবর ১৮, ২০১৬ ২:০০ পিএম
ক্রিকেটে ম্যাচ ফিক্সিংয়ের 'সোনালি সময়' ছিল ১৯৯৬ সাল। ওই সময় পাকিস্তান ড্রেসিং রুমের পরিবেশ ছিল অদ্ভুত। এবার এই বোমা ফাটিয়েছেন রাওয়ালপিন্ডি এক্সপ্রেস শোয়েব আখতার।
সাবেক এই পাকিস্তানি বোলারের দাবি, নিজেকে ফিক্সিংয়ের থাবা থেকে দূরে সরিয়ে রেখেছিলেন তিনি। তবে চেষ্টা করেও ওই চক্র থেকে দূরে রাখতে পারেননি পাক বোলার মুহাম্মদ আমিরকে।
২০১০ সালে ম্যাচ ফিক্সিংয়ের জন্য বহিস্কৃত হন মুহাম্মদ আমির। গত বছর তিনি ফের দলে ফিরেছেন।
জিও টিভিকে দেয়া এক সাক্ষাতকারে শোয়েব আখতার জানিয়েছেন, জাভেদ মিয়াদাদ ও শাহিদ আফ্রিদির মধ্যে ম্যাচ ফিক্সিং নিয়ে যে প্রবল বাকযুদ্ধ শুরু হয়েছে তা আলোচনার মাধ্যমে মিটিয়ে ফেলা উচিত।
ম্যাচ ফিক্সিং নিয়ে সম্প্রতি জাভেদ মিয়াদাদ পাক অধিনায়ক শাহিদ আফ্রিদিকে প্রবল আক্রমণ করেছেন।
মিয়াদাদ বলেছেন, আফ্রিদি একজন ম্যাচ ফিক্সার। ওকে হাতেনাতে ধরেছিলাম। এ নিয়ে মিয়াদাদকে আইনি নোটিশ পাঠানোর হুমকি দিয়েছিলেন আফ্রিদি।
এ ব্যাপারে শোয়েব বলেন, আফ্রিদিকে বলেছিলাম জাভেদ ভাইকে কোনো আইনি নোটিশ না পাঠাতে। এতে পাক ক্রিকেটের অনেক খারাপ দিক বেরিয়ে পড়বে।
Copyright © 2024 Sunbd24 - Latest News Update About DSE, CSE Stock market.. All rights reserved.