বুধবার, ১১ ডিসেম্বর ২০২৪
বিজয় দিবস থেকে ডট বাংলা ডোমেইনের নিবন্ধন
প্রকাশিত - অক্টোবর ১৮, ২০১৬ ৩:২৭ পিএম
চলতি বছরের বিজয় দিবস থেকে গ্রাহক পর্যায়ে ডট বাংলা ডোমেইনের নিবন্ধন শুরু করে বলে জানিয়েছেন ডাক ও টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী তারানা হালিম। মঙ্গলবার দুপুরে সচিবালয়ে সংবাদ সম্মেলনে তিনি এই তথ্য জানান।
তারানা হালিম বলেন, ডট বাংলা ডোমেইন ব্যবহারের নীতিমালা তৈরির কাজ চলছে। প্রস্তাবনা অনুযায়ী বছরে চার্জ হবে ৫০০ টাকা। ব্যক্তিগত সাইটের জন্য ১০ হাজার টাকা। প্রথম পর্যায়ে দুই বছরের জন্য সাবস্ক্রাইব করতে হবে।
ইন্টারনেট জগতে আন্তর্জাতিকভাবে স্বীকৃত ডোমেইন (ইন্টারন্যাশনালাইজড ডোমেইন নেম বা আইডিএন) ‘ডট বাংলা’ (.বাংলা)। ইন্টারনেটে একটি রাষ্ট্রের জাতীয় পরিচয়ের স্বীকৃতি হিসেবে কাজ করে এই ডোমেইন। এই ডোমেইন চালুর ফলে সারা বিশ্বের বাংলাভাষী মানুষ মাতৃভাষায় ইন্টারনেটে প্রবেশ করতে পারবেন এবং ব্যবহার করতে পারবেন। এর মাধ্যমে ডিজিটাল জগতে বাংলাদেশের আরো একধাপ অগ্রগতি বলে মনে করা হচ্ছে।
Copyright © 2024 Sunbd24 - Latest News Update About DSE, CSE Stock market.. All rights reserved.