ভোমরায় দুই মাসে ৫৬০ টন মসুর ডাল আমদানি
জেলা প্রতিনিধি প্রকাশ: ২০২৪-০৯-৩০ ১২:৫৪:৩২
চলতি অর্থবছরের দুই মাসে সাতক্ষীরার ভোমরা স্থলবন্দর দিয়ে মসুর ডাল আমদানি আগের বছরের একই সময়ের তুলনায় ১৩ গুণের বেশি বেড়েছে। ব্যবসায়ীরা বলছেন, দেশের বাজারে চাহিদা বাড়ায় ডালপণ্যটির আমদানি বেড়েছে।
এ বিষয়ে ভোমরা শুল্কস্টেশনের রাজস্ব শাখা সূত্রে জানা যায়, ২০২৪-২৫ অর্থবছরের প্রথম দুই মাসে (জুলাই-আগস্ট) বন্দর দিয়ে ৫৬০ টন মসুর ডাল আমদানি হয়েছে, যার মূল্য ৯ কোটি ১০ লাখ টাকা। ২০২৩-২৪ অর্থবছরের জুলাই-আগস্টে আমদানির পরিমাণ ছিল ৪১ টন, যার মূল্য ছিল ৬২ লাখ টাকা। এ হিসাবে গত দুই মাসে ৫১৯ টন আমদানি বেড়েছে। অন্যদিকে মূল্য হিসাবে ৮ কোটি ৪৮ লাখ টাকার আমদানি বেড়েছে।
তবে আমদানি বাড়লেও দেশের বাজারে এখনো বাড়ছে এর দাম। তিন-চার সপ্তাহের ব্যবধানে প্রকারভেদে কেজিতে ১০-১২ টাকা পর্যন্ত দাম বেড়েছে। ব্যবসায়ীরা জানান, আমদানি খরচ বাড়ায় মসুর ডালের দাম কমছে না।
এনজে