পতেঙ্গায় তেলবাহী জাহাজে বিস্ফোরণ
জেলা প্রতিনিধি প্রকাশ: ২০২৪-০৯-৩০ ১৩:২০:০২
চট্টগ্রামের পতেঙ্গায় বাংলার জ্যোতি নামে একটি তেলবাহী জাহাজে বিস্ফোরণের ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ২টি ইউনিট। এর পাশাপাশি কাজ করছে নৌবাহিনী, বিমানবাহিনী ও কোস্ট গার্ডের সদস্যরা।
সোমবার (৩০ সেপ্টেম্বর) সকালের দিকে ইস্টার্ন রিফাইনারির ডলফিন জেটিতে এ ঘটনা ঘটে। তবে কী কারণে এই বিস্ফোরণ ঘটেছে তা জানা যায়নি। এ ঘটনায় প্রাথমিকভাবে হতাহতের খবর জানা না গেলেও ৩ নাবিকের খোঁজ পাওয়া যাচ্ছে না বলে জানা গেছে।
জাহাজের শ্রমিকরা জানান, সকালে জ্বালানি তেল বোঝাই করে জাহাজটি জেটিতে আসে। তেল খালাস করার সময় এই বিস্ফোরণের ঘটনা ঘটে। এটি ট্যাংকার শিপ হলেও তা নিরাপদ ছিলো। তারা মানসিকভাবে ভেঙে পড়েছেন। তবে কী কারণে এটি ঘটেছে তারা নিশ্চিত নয়।
তারা আরও জানান, হঠাৎ করে ঝাঁকুনি দিয়ে বিস্ফোরণ ঘটে। এটির মাত্রা এত তীব্র ছিলো যে জাহাজের বিভিন্ন অংশ বিধ্বস্ত হয়ে গেছে। তবে হতাহত বা নিখোঁজের বিষয়ে তারা কিছু জানাতে পারেননি।
বাংলার জ্যোতি ট্যাংকার জাহাজটি বাংলাদেশ শিপিং করপোরেশনের (বিএসসি) মালিকানাধীন পুরোনো জাহাজ।
জাহাজে আগুন লাগার পর কালো ধোঁয়ার কুণ্ডলি আকাশে ছড়িয়ে যায়। এতে আশেপাশের এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে বলে জানিয়েছেন স্থানীয়রা।
এম জি