সপ্তাহের দ্বিতীয় কার্যদিবস সোমবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) শেয়ার দর বৃদ্ধির শীর্ষে উঠে এসেছে শাহজিবাজার পাওয়ার কোম্পানি লিমিটেড।
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, কোম্পানিটির শেয়ার দর বৃদ্ধি পেয়েছে ৯ দশমিক ৭৫ শতাংশ। কোম্পানিটি ১ হাজার ৭০৬ বারে ১০ লাখ ৮৭ হাজার ৩৭৬ টি শেয়ার লেনদেন করেছে। যার বাজার মূল্য ৪ কোটি ৭৬ লাখ টাকা।
তালিকায় ২য় স্থানে থাকা সালভো কেমিক্যালের শেয়ার দর বৃদ্ধি পেয়েছে ৯ দশমিক ৩৯ শতাংশ। কোম্পানিটি ১ হাজার ৭২১ বারে ১৫ লাখ ৪২ হাজার ৩৬১ টি শেয়ার লেনদেন করেছে। যার বাজার মূল্য ৪ কোটি ৪০ লাখ টাকা।
তালিকার ৩য় স্থানে থাকা খান ব্রাদার্স পিপির শেয়ার দর বৃদ্ধি পেয়েছে ৬ দশমিক ৭৩ শতাংশ। কোম্পানিটি ১ হাজার ৮৬৪ বারে ৩ লাখ ৫৮ হাজার ৬১৫ টি শেয়ার লেনদেন করেছে। যার বাজার মূল্য ৫ কোটি ৫৪ লাখ টাকা।
তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে – রহিম টেক্সটাইলের ৬.১১ শতাংশ, আইসিবি এএমসিএল সোনালী ব্যাংক লিমিটেড ফার্স্ট মিউচুয়াল ফান্ডের ৫.২৬ শতাংশ, সিলকো ফার্মার ৫.২৩ শতাংশ, টেকনো ড্রাগসের ৪.৭৭ শতাংশ, মেট্রো স্পিনিংয়ের ৪.৩৪ শতাংশ, কাট্টালী টেক্সটাইলের ৩.৪৪ শতাংশ এবং চাটার্ড লাইফ ইন্সুরেন্স কোম্পানি লিমিটেডের ৩.৩২ শতাংশ দর বেড়েছে।
এসকেএস