তৃতীয় প্রান্তিকে সামিট পূর্বাচলের ইপিএস ৪ টাকা ১৩ পয়সা
প্রকাশ: ২০১৫-১০-২৪ ১১:০৩:১৩

পুঁজিবাজারে তালিকাভুক্ত সামিট পূর্বাচল পাওয়ার কোম্পানি লিমিটেড তৃতীয় প্রান্তিকের আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। জানুয়ারি,১৫-সেপ্টেম্বর,১৫ সময়ে কোম্পানিটির ইপিএস বেড়েছে ১৯ দশমিক ৭১ শতাংশ। কোম্পানি সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র মতে, আলোচিত সময়ে কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ৪ টাকা ১৩ পয়সা। আগের বছর একই সময় কোম্পানিটির ইপিএস ছিল ৩ টাকা ৪৫ পয়সা। সে হিসেবে কোম্পানিটির ইপিএস বেড়েছে ১৯ দশমিক ৭১ শতাংশ বা ৬৮ পয়সা।
আলোচিত সময়ে কোম্পানিটির শেয়ার প্রতি কনসোলিডেটেড প্রকৃত সম্পদ মূল্য (এনএভি) হয়েছে ৩১ টাকা ১২ পয়সা। আগের বছর একই সময় কোম্পানিটির এনএভি ছিল ২৯ টাকা ৪৮ পয়সা।
‘এ’ ক্যাটাগরির কোম্পানিটি ২০১৩ সালে পুঁজিবাজারে তালিকাভুক্ত হয়।







সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন













